কলকাতা: শহরে ঝড়বৃষ্টিতে রাত ও দিনের তাপমাত্রা নামল। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে গরম ও অস্বস্তি থাকবে।(Weather Update) বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার পর্যন্ত। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস।
Read More: ‘শিক্ষকদের কাছ থেকে সৌজন্য আশা করি’, চাকরিহারা ‘যোগ্য’দের বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য মমতার
দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া।(Weather Update) তাপমাত্রা সামান্য কমতে পারে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে বলে অনুমান। মঙ্গলবার থেকে ঝড়ের সম্ভাবনা শুধু পশ্চিমের জেলাগুলিতে বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা বেশি।

উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে সব জেলাতেই চলবে ঝড়বৃষ্টি। তিনদিনের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস বুধবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি ৬ জেলায় – জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে। মঙ্গলবার ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের সম্ভাবনাও থাকছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1924380952538546573