কলকাতা : গত ১৩ দিন যাবৎ বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ করছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। ইতিমধ্যেই তাঁদের বিরুদ্ধে হিংসাত্মক আচরণের অভিযোগ উঠেছে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছেন আন্দোলনকারীরা। এমতাবস্থায় চাকরিহারা শিক্ষকদের উদ্দেশে শান্তি বজায় রাখার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।(Abhishek Banerjee) “হিংসাত্মক হলে আন্দোলনের আসল সারমর্ম হারিয়ে যায়”, জানালেন তিনি।
Read More: সোমেই উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, রয়েছে শিল্প বৈঠক সহ একগুচ্ছ কর্মসূচি
সোমবার দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক(Abhishek Banerjee) বলেন, “আন্দোলন করা, প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। আমি আন্দোলনকে ছোট করতে চাই না। আমি চাই না আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক। আন্দোলনকারীদের কাছে আমার আর্জি আন্দোলন কখনও হিংস্র, উগ্র হয় না। আমি বেশ কয়েকটি ভিডিও দেখেছি। গেট ভাঙার চেষ্টা করছিলেন আন্দোলনকারীরা। গান্ধীজি অহিংসার কথা বলেছেন। ১০০ দিনের কাজের টাকার জন্য দিল্লি গিয়েছিলাম। চুলের মুঠি ধরে মহিলা প্রতিনিধিদের বের করে দিয়েছে। পরদিন রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ করি। হিংসার পথ অবলম্বন করিনি।”
অভিষেকের কথায়, “আন্দোলন যেন হিংস্র না হয়। আন্দোলন যেন জোরজবরদস্তি বলপ্রয়োগ করে না হয়। হিংসাত্মক হলে আন্দোলনের আসল সারমর্ম বা এসেন্স হারিয়ে যায়। আন্দোলন তো সকলে করতে পারেন। সরকার অবস্থান স্পষ্ট করেছে। বিচারব্যবস্থার উপর আস্থা রাখুন। আজ নয় কাল আমার দৃঢ় বিশ্বাস বিচার হবেই।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1924377693350481982




