কলকাতা: বিকাশ ভবন এলাকায় রীতিমতো তাণ্ডব চালিয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকেরা। বৃহস্পতিবারের এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ওই চত্বর। অবস্থান বিক্ষোভের নামে আন্দোলনকারীদের তাণ্ডবে অন্তঃসত্ত্বা সহ কয়েকশো সরকারি কর্মী আটকে পড়েন। এমনকি পুলিশ তাদের উদ্ধার করতে গেলেও বিকাশ ভবন এলাকায় পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। এ নিয়েই এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।(Mamata Banerjee) শিক্ষকদের কাছ থেকে সৌজন্য আশা করেন বলে মন্তব্য মমতার।
Read More: ‘হিংসাত্মক হলে আন্দোলনের সারমর্ম হারিয়ে যায়’, চাকরিহারা যোগ্য শিক্ষকদের বার্তা অভিষেকের
উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগেই দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমার যথেষ্ট সিমপ্যাথি ছিল। থাকবে। আমি বলেছিলাম রিভিউ করব। কোর্টে কিছু বাধ্যবাধকতা থাকে। আমরা রিভিউ পিটিশন করেছিলাম। আদালত কোনও সিদ্ধান্ত নিলে মানব না বলতে পারি না। এখনও কারও মাইনে বন্ধ হয়নি। গ্রুপ সি, ডি কর্মীদের স্কিম করে মাইনে দেওয়া হচ্ছে।

তিনি(Mamata Banerjee) আরও বলেন, “এই আন্দোলনে যারা উসকানি দিচ্ছে তারাই মামলা করেছে। নাটের গুরুরা, স্বার্থরক্ষার গুরু হয়ে যায় তাহলে মুশকিল। রাজ্য সরকারের উপর ভরসা রাখা উচিত ছিল। শিক্ষকদের কাছ থেকে সৌজন্য, সম্মান আশা করি।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1924379189626507695
এমনকি যোগ্য চাকরিহারা শিক্ষকদের মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দেন, “আন্দোলন করার একটা লক্ষণরেখা আছে। এভাবে লড়াই না করে আইনি লড়াই করুন। আমরা আপনাদের বিপক্ষে নই। কোনও রাজনৈতিক দল যদি মনে করে জলঘোলা করবে। তাহলে তাদের বলব মামলা কেন করলেন।”
বিকাশ ভবনে রাজ্য সরকারের কমপক্ষে ৫০টি দফতর রয়েছে, সেখানে ৫০০-৬০০ কর্মী কর্মরত। সরকারি কর্মীদের আটকে রেখে চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষকদের বিক্ষোভ প্রসঙ্গে মমতা আরও বলেন, “কাউকে আটকে রাখা যায় না। রাস্তা অবরোধ করে কারও সমস্যা করা যায় না। অন্তঃসত্ত্বাকে আটকে রাখা হচ্ছে। এক পরীক্ষার্থীকে বেরতে দেওয়া হয়নি। ঝাঁপ দিয়েছে। পা ভেঙে হাসপাতালে ভর্তি।” ‘