প্রতিবেদন : সমস্ত গুজব উড়িয়ে দিল বিসিসিআই।(BCCI) সোমবার সকালে হঠাৎই জল্পনা ছড়িয়ে পড়ে, এশিয়া কাপে নাকি বয়কট করেছে বোর্ড! পাশাপাশি আগামী মাসে মহিলাদের ইমার্জিং টিমের এশিয়া কাপ থেকেও নাকি নাম তুলে নেওয়া হয়েছে। এই খবরগুলির কোনও বাস্তব ভিত্তি নেই, এমনই জানিয়ে দিলেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
Read More: ‘আকাশ তির’-এই জব্দ পাকিস্তানের পরমাণু অস্ত্রবাহী ‘শাহিন’! জানাল ভারতীয় সেনা
সচিবের কথায়, “সকাল থেকেই রটেছে ভারত নাকি এশিয়া কাপ বয়কট করেছে। এমনকী বলা হচ্ছে, মহিলাদের ইমার্জিং টিমের এশিয়া কাপও নাকি ভারত খেলবে না। এই ধরনের খবরের কোনও সত্যতা নেই। আসন্ন এসিসি ইভেন্টগুলি নিয়ে বিসিসিআই(BCCI) এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি।”

পাশাপাশি, তাঁর কথায়, “বলা হচ্ছিল, ভারতীয় বোর্ড এশিয়া কাপে না খেলার ব্যাপারে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে চিঠি দিয়েছিল। যা সত্য নয়। বিসিসিআই এই ধরনের কোনও চিঠি দেয়নি। এই মুহূর্তে আমরা আইপিএল এবং আগামী মাসে শুরু হতে চলা ভারত-ইংল্যান্ড সিরিজ নিয়েই ভাবছি। ভারতীয় পুরুষ দল তো বটেই, জুন মাসে ইংল্যান্ড সফরে যাবে মহিলা দলও।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1924475208213110981?s=19
উল্লেখ্য, চলতি বছর সেপ্টেম্বরে পুরুষদের এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। “এশিয়া কাপ নিয়ে এখনও কোনও কথাই আমাদের মধ্যে আলোচনা হয়নি। এই পরিস্থিতিতে যদি কোনও প্রতিবেদনে ভারতের এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে কোনও খবর প্রকাশিত হয়, তাহলে সেটা গুজব। তাতে কান না দেওয়াই ভালো। বোর্ড যথাসময়ে এসিসি ইভেন্টগুলি নিয়ে ঘোষণা করবে”, জানিয়েছেন দেবজিৎ সাইকিয়া।