নয়াদিল্লি : পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। এরপর পালটা একের পর আক্রমণ শুরু করেছিল পাকিস্তান। কিন্তু সব হামলার চেষ্টাকে ব্যর্থ করে ভারতের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম।(Akash Tir )গুঁড়িয়ে দেওয়া হয় ৬০০-রও বেশি পাক ড্রোন। এমনটাই জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্রে।
Read More: ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় ‘এ’ দল ঘোষণা বিসিসিআইয়ের, নেতৃত্বে বাংলার অভিমন্যু
সূত্রটি জানিয়েছে, অভিযানের পরই ভারত নিয়ন্ত্রণ রেখা বরাবর সক্রিয় করে এয়ার ডিফেন্স সিস্টেম। ‘সুদর্শন চক্র’ ছাড়াও মোতায়েন করা হয় ১০০০টি অ্যান্টি এয়ারক্রাফ্ট বন্দুক, ৭৫০টি সর্ট রেঞ্জ সারফেস-টু-এয়ার মিসাইল। এগুলির কার্যকারিতা আরও বৃদ্ধি করেছে ‘আকাশ তির’(Akash Tir )সিস্টেম, যা সঠিক সময়ে ভারতের দিকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923754538579918985
পাশাপাশি, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের অন্যতম মূল উপাদানগুলি হল এল-৭০ এয়ার ডিফেন্স বন্দুক, জু-২৩ এমএম বন্দুক, সিলকা বন্দুক সিস্টেম ইত্যাদি। কয়েক মাস আগে, আকাশ তির প্রকল্পের অধীনে যুক্ত করা হয়েছিল আকাশ তির এবং ইন্টিগ্রেটেড এরিয়াল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম।