কলকাতা : আরও এক প্রকাশ্যে এল ভুয়ো জন্মশংসাপত্র(Fake Birth Certificate) দেখিয়ে পার্সপোটের জন্য আবেদনের ঘটনা। শুক্রবার কলকাতার গার্ডেনরিচ থেকে পুলিশের জালে ধরা পড়ল উত্তরপ্রদেশের এক যুবক। নাম এহসাহান খান।
এদিন তথ্য যাচাই করতে গিয়ে জানা যায়, জমা দেওয়া শংসাপত্র আদতে ভুয়ো।(Fake Birth Certificate) কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন শাখা যুবককে গ্রেফতার করেছে। ধৃতকে শীঘ্রই পেশ করা হবে আদালতে।
Read More: আইপিএল ফাইনালের জন্য প্রস্তুত ইডেন, বিসিসিআইকে চিঠি সিএবি’র
পুলিশ সূত্র অনুযায়ী, অভিযুক্ত থাকছিলেন কলকাতার গার্ডেনরিচে। গোসাবা এলাকা থেকে ভুয়ো জন্ম শংসাপত্র তৈরি করে পাসপোর্টের জন্য আবেদন করে যুবক। তথ্য যাচাই করার সময় শংসাপত্র দেখে সন্দেহ হওয়ার পরই এহসাহানকে গ্রেফতার করে পুলিশ।
অন্যদিকে, পাসপোর্ট মামলায় ধৃত আজাদ মল্লিকের বিরুদ্ধে আরও একাধিক বিস্ফোরক তথ্য পেয়েছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, গত ২০১৩ সালে বাংলাদেশ হয়ে ভারতে ঢোকে পাক নাগরিক আজাদ। নিজের ভারতীয় পরিচয়পত্র তৈরি করতে আজাদ খরচ করেছিল ১ লক্ষ টাকা। প্যান, ভোটার ও আধার কার্ড তৈরি করে দিতে আজাদ। আজাদ মল্লিক ওরফে আজাদ হোসেনের হয়ে কাজ করত একাধিক এজেন্ট ও সাব এজেন্ট।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923358629077422083
এখনও অবধি অন্তত ১০০ জন বাংলাদেশি নাগরিকের ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিয়েছে আজাদ। শুধু বাংলাদেশিদের জন্যই নয়, আজাদ মল্লিক পাকিস্তানিদের জন্য জাল পাসপোর্ট তৈরি করে দিত, এমনই অভিযোগ গোয়েন্দাদের। সেই সূত্র ধরে আজাদের সঙ্গে পাক চর সংস্থা আইএসআইয়ের সঙ্গে যে প্রত্যক্ষ যোগাযোগ ছিল, সেই ব্যাপারে অনেকটাই নিশ্চিত গোয়েন্দারা।
প্রসঙ্গত, বিরাটি থেকে আজাদকে গ্রেফতারির পর ইডি প্রথমে জানতে পারে, আজাদ মল্লিক বাংলাদেশি। কিন্তু পরে ইডি আধিকারিকরা একটি পাক ড্রাইভিং লাইসেন্স দেখে নিশ্চিত হন আজাদ মল্লিকের আসল নাম আজাদ হোসেন। আসলে সে পাকিস্তানি। এনআইএ এই বিষয়ে তদন্ত করতে পারে।




