কলকাতা : ভারত-পাক সংঘাতের আবহে সাময়িকভাবে বন্ধ ছিল আইপিএল। শনিবার থেকে ফের তা শুরু হতে চলেছে। নতুন সূচি ঘোষণা করলেও এখনও প্লে অফ ও ফাইনালের(IPL Final) ভেন্যু ঘোষণা করেনি বিসিসিআই। এমতাবস্থায় বিসিআইকে ‘ইনফরমেটিভ’ চিঠি পাঠাল সিএবি। লেখা হল, আইপিএল ফাইনাল আয়োজন করতে সবরকম ভাবে প্রস্তুত ইডেন।
Read More: সপ্তাহান্তে ঝড়! কালবৈশাখীর পূর্বাভাস দিল হাওয়া অফিস
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ফাইনাল আয়োজনের দায়িত্বে ছিল ইডেন গার্ডেন্স। আর নতুন আইপিএল সূচিতে জানানো হয়েছে, ৩ জুন ফাইনাল।(IPL Final) কিন্তু বোর্ডের পাঠানো বিবৃতিতে আইপিএল প্লে অফ এবং ফাইনালের কেন্দ্র নিয়ে কিছু বলা হয়নি। বোর্ড জানিয়েছিল যে, আইপিএলের বাকি ১৭ ম্যাচ (যা ফাইনাল ধরে দাঁড়াচ্ছে) হবে ছয় কেন্দ্রে। যে তালিকায় কলকাতার নাম ছিল না।

পাশাপাশি বলা হয়, প্লে অফ এবং ফাইনালের কেন্দ্র পরে ঘোষণা করে দেওয়া হবে। তবে খবর ছড়িয়ে পড়ে যে, বর্ষার কারণে ইডেন থেকে ফাইনাল সরতে পারে। এবার দেশে বর্ষা আগে ঢুকছে। আগামী ৩ জুন কলকাতায় আইপিএল ফাইনাল হলে ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে বৃষ্টি। টুর্নামেন্ট মাঝপথে স্থগিত হয়ে যাওয়ায় ব্রডকাস্টারদের আর্থিক ক্ষতি হয়েছে। তারা নাকি চায় না, বৃষ্টিতে খেলা কোথাও ভেস্তে যাক। তবে ওয়েদার অ্যাপ দেখাচ্ছে, আগামী ৩ জুন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা মাত্র চৌত্রিশ শতাংশ। তা হলে ফাইনাল কেন অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া যাবে, তা নিয়ে উঠছে প্রশ্ন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923353026560991284
উল্লেখ্য, গ্রাউন্ড কভার থেকে শুরু করে ইডেনে যে উন্নত মানের সুপার সপার রয়েছে, তাতে ঝমঝমিয়ে বৃষ্টি হলেও খেলা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শুরু করে দেওয়া সম্ভব। ভারতবর্ষের যে কোনও মাঠের তুলনায় ইডেনের নিকাশি ব্যবস্থা অনেকটাই উন্নত। আগামী ৩ জুন শহরে কতটা কী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেই সমস্ত তথ্য দিয়ে চিঠিতে লেখা হয়েছে, শহরে সেদিন যদি অল্প-বিস্তর বৃষ্টিও হয়, তা হলেও পুরো ফাইনাল আয়োজন করার ব্যবস্থা রয়েছে ইডেনে।