প্রতিবেদন : ফিরছে করোনা ভাইরাসের(Covid-19) আতঙ্ক! দক্ষিণ পূর্ব এশিয়ায় ফের দেখা দিল এর প্রকোপ। ব্লুমবার্গের দাবি, হংকং ও সিঙ্গাপুরে ক্রমশ ঊর্ধ্বগামী কোভিড সংক্রমণ। স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ।
Read More: কলকাতায় ভুয়ো জন্মশংসাপত্র দিয়ে পাসপোর্টের আবেদন, গ্রেফতার যোগীরাজ্যের যুবক
সূত্র জানাচ্ছে, হংকংয়ে করোনার দাপাদাপি বেড়েই চলেছে। ৩ মে পর্যন্ত কোভিডে (Covid-19)মৃত্যু হয়েছে ৩১ জনের। হাসপাতালে বাড়ছে আক্রান্তদের ভিড়। অন্যদিকে সিঙ্গাপুরে গত সপ্তাহের তুলনায় ২৮ শতাংশ বেড়েছে সংক্রমণ। মে মাসের প্রথম সপ্তাহেই তা পৌঁছেছে ১৪ হাজার ২০০-তে। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ৩০ শতাংশ। গত এক বছরের নিরিখে সংখ্যাটি সর্বাধিক। তবে নতুন ভ্যারিয়্যান্ট যে বেশি সংক্রামক, এখনও পর্যন্ত তেমন খবর পাওয়া যায়নি বলেই জানিয়েছে প্রশাসন।

পাশাপাশি, পরিস্থিতি ভালো নয় চিনেরও। গত পাঁচ সপ্তাহের তুলনায় হাসপাতালে ভর্তির সংখ্যা দ্বিগুণ হয়ে গিয়েছে। এপ্রিলে করোনার দাপাদাপির খবর মিলেছিল থাইল্যান্ড থেকেও। তবে এখনই অবশ্য ভয়ের কোনও কারণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, এই মুহূর্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ৯৩। নতুন করে করোনার সংক্রমণের কোনও ঢেউ এদেশে আছড়ে পড়বে, তেমনটাও মনে করছে না তারা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1923370212604199224
উল্লেখ্য, ২০১৯ সালের শেষ দিকে চিন থেকে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে মারণ করোনা ভাইরাস। যার কবলে পড়ে গোটা বিশ্বে ৭০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হয়। অতিমারীর সেই ভয়াল দিন যেন আর না ফেরে, সেটাই প্রার্থনাই করছে বিশ্ববাসী।