কলকাতা : গত এপ্রিলে কাশ্মীরের পহেলগাঁওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলায় শহিদ হয়েছেন অনেকে। এরপর প্রত্যাঘাতস্বরূপ ‘অপারেশন সিঁদুর’ চালিয়ে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। এই আবহে বিশেষ কর্মসূচির আয়োজন করল বাংলার শাসকদল তৃণমূলের।(Trinamool) আগামী শনি ও রবিবার রাজ্যের প্রতিটি ব্লক এবং কলকাতার প্রত্যেক ওয়ার্ডে অনুষ্ঠিত হবে সমাবেশ।
Read More: বঙ্গ বিজেপিতে বড় ভাঙন, তৃণমূলে যোগ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার
বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “আমাদের দল ঘোষণা করেছে যে শনিবার ও রবিবার, প্রতিটি ব্লক ও শহরের ওয়ার্ডে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সমাবেশ হবে। শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে এবং যাঁরা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের পরিবারকে সমবেদনা জানাতে এই উদ্যোগ।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1922996645257495006
পাশাপাশি, তৃণমূলের(Trinamool) এই কর্মসূচির সঙ্গে রাজনীতির যে কোনও যোগসূত্র নেই, তা মনে করিয়ে দিয়েছেন মমতা। “এটা কোনও রাজনৈতিক কর্মসূচি নয়, এটা আমাদের সামাজিক দায়িত্ব”, জানিয়েছেন তিনি।