কলকাতা: গরমের জেরে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। ঝড়বৃষ্টি হলেও কমেনি তাপমাত্রা। এহেন অবস্থায় বৃষ্টি কবে হবে! তার দিকেই তাকিয়ে রাজ্য তথা কলকাতাবাসী। এর মধ্যেই স্বস্তির খবর দিল হাওয়া অফিস।(Weather Update) আগামী ৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী, জানাল আলিপুর আবহাওয়া দফতরের।
Read More: জ্বলন্ত অবস্থাতেই ছুটে চলল বাস! অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু ৫ যাত্রীর, চাঞ্চল্য লখনউয়ে
আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করল আলিপুর। বৃহস্পতিবার বজ্র্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে এখনই গরম কমছে না। বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে।
শুক্রবার কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে দুই জেলাতে-নদিয়া ও মুর্শিদাবাদে।(Weather Update) সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কা। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ সব জেলায়। শনি ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবারের ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922956657237065941
উত্তরবঙ্গে আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। বাকি দুই জেলাতেও ঝড়বৃষ্টি হবে। তবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকবে।