কলকাতা : জল্পনা শুরু হয়েছিল বহু আগেই। এবার তাতে পড়ল সিলমোহর। তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা।(John Barla) বৃহস্পতিবার কলকাতার তৃণমূল ভবনে ঘাসফুল শিবিরের পতাকা হাতে তুলে নিলেন তিনি। ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ। সামনেই উত্তরবঙ্গ সফর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই বড়সড় ভাঙন ধরল বঙ্গ বিজেপিতে।
Read More: আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, রয়েছে একাধিক কর্মসূচি
বিগত লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট না দেওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা।(John Barla) তখনই তাঁর দলবদলের জল্পনা শুরু হয়। পরবর্তীতে দিল্লি গিয়ে নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎও করেন প্রাক্তন বিজেপি সাংসদ। তারপর বেশ কিছুদিন রাজনীতিতে সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে। কয়েক মাস আগে ফের মাথাচাড়া দেয় জন বার্লার দলবদলের গুঞ্জন। প্রাক্তন সাংসদ নিজেই বলেছিলেন, মুখ্যমন্ত্রী সুযোগ দিলে একসঙ্গে কাজ করতে চান তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1922965424242655323
গত জানুয়ারি মাসে কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভামঞ্চে দেখা যায় বার্লাকে। তবে সেই সময় তৃণমূলের পতাকা হাতে নেননি তিনি। এরই মাঝে গত রবিবার সিকিমের মুখ্যমন্ত্রী-সহ একাধিক বিজেপি নেতা গিয়েছিলেন প্রাক্তন সাংসদদের বাড়িতে। সেই সময় মনে করা হচ্ছিল, পদ্ম-নেতৃত্বের সঙ্গে মন কষাকষি বুঝি দূর হল বার্লার। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে কয়েকদিনের মধ্যেই প্রকট হল ভাঙন। ঘাসফুল শিবিরে যোগ দিলেন বার্লা। ছাব্বিশের নির্বাচনের আগে তাঁর এই দলত্যাগ উত্তরবঙ্গের ভোট-আঙিনায় বড়সড় প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।