কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের অব্যবহিত পরেই কড়া পদক্ষেপের পথে হাঁটল প্রশাসন। পার্ক স্ট্রিটের(Park Street) ম্যাগমা হাউসে বন্ধ করা হল ৬টি রেস্তোরাঁ। বৃহস্পতিবার দুপুরে ওই রেস্তোরাঁয় তালা লাগিয়ে দেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, অগ্নি সুরক্ষা বিধি না মানায় ওই রেস্তোরাঁগুলি সিল করে দেওয়া হয়েছে। প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে।
Read More: দিঘায় জগন্নাথধামের উদ্বোধনের পরেই চাহিদা বেড়েছে ফুলের, খুশি ব্যবসায়ীরা
দিঘা থেকে কলকাতা ফেরার পর বৃহস্পতিবার মেছুয়া বাজারে যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে সোজা পৌঁছন পার্ক স্ট্রিটে।(Park Street) ম্যাগমা হাউসের সামনে ২৪টি গ্যাস সিলিন্ডার দেখে রেগে যান তিনি। ওই জায়গায় থাকা সিলিন্ডার বিস্ফোরণ হলে কমপক্ষে ৫০ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেন। ছাদ আটকে রেস্তোরাঁ করা যাবে না বলে জানান।
Link: https://x.com/ekhonkhobor18/status/1918224359019401325
এরপর দুপুরেই কলকাতা পুরসভা, দমকল কর্মী এবং পুলিশকে বৈঠকে বসার নির্দেশ দেন মমতা। সেইমতো রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসে তারা। ম্যাগমা হাউসের ৬টি রেস্তোরাঁ বন্ধ করা হয়। অগ্নি সুরক্ষা বিধি না মানায় বন্ধ করে দেওয়া হয়েছে রেস্তোরাঁগুলি।




