কলকাতা : বড়বাজারের রেশ কাটতে না কাটতেই শহরে ফের ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা।(Fire) শুক্রবার আগুন লাগল সল্টলেকের সেক্টর ফাইভের একটি কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে সারা এলাকা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ৫টি ইঞ্জিন। আগুন নেভাতে তৎপর তারা।
Read More: পাক আকাশসীমা বন্ধে বাড়ছে খরচ, ৫ হাজার কোটির বেশি লোকসান এয়ার ইন্ডিয়ার
জানা গিয়েছে, এদিন দুপুরে হঠাৎ টেকনোপলিসের কাছে একটি রাসায়নিক কারখানায় আগুন লাগে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ জমা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়। দ্রুত কারখানায় বাকি অংশে আগুন(Fire) ছড়িয়ে পড়ে। ক্রমাগত কালো ধোঁয়া বেরোতে থাকে। দাউদাউ করে জ্বলতে থাকে কারখানা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়েছে। দমকলের কর্মীরা পাঁচিল টপকে ভেতরের ঢোকার চেষ্টা করছেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1918242850988540241
স্বাভাবিকভাবেই উক্ত এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জনবহুল এলাকায় হওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় কোনও হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। ঘটনার তদারকি করছেন তিনি।




