কলকাতা : মঙ্গলবার মেছুয়াবাজারে ঘটে গিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ড।(Fire) সে নিয়ে শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডলে জানালেন পরিস্থিতির দিকে তিনি নিজে নজর রেখেছেন। জানালেন, হোটেলে প্রচুর দাহ্য পদার্থ ছিল। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এক্স হ্যান্ডলে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জানালেন, ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে রাজ্য সরকার।
Read More: নাগরিকত্ব প্রমাণে বৈধ নয় আধার, প্যান, রেশন কার্ড! কেন্দ্রের নয়া সিদ্ধান্তে বিতর্ক
এদিন সন্ধ্যায় বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন(Fire) লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। জানা যাচ্ছে, হোটেলে কমপক্ষে ৪২টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না জানলা। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন। অন্যদিকে, দমকলকর্মীরা ভিতরে প্রবেশে করতে নাজেহাল হয়ে পড়েন। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। এদিকে আতঙ্কে একজন কার্নিশ থেকে ঝাঁপিয়ে দিয়ে নামার চেষ্টা করেন। পড়ে মৃত্যু হয় তাঁর। এরপর দমবন্ধ হয়ে মৃত্যু হয় আরও ১৩ জনের। ১২ জন আহত হয়েছেন।
প্রসঙ্গত, বর্তমানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দিঘায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতে সেখান থেকেই পরিস্থিতির খোঁজখবর নেন তিনি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1917281110662262917?s=19
বুধবার সকালে এক্স হ্যান্ডলে মৃতদের পরিবারকে সমবেদনা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, “আমি উদ্ধারকাজ মনিটর করেছি। গোটা রাত উদ্ধারকাজ চলেছে। দাহ্য পদার্থ মজুত থাকায় এতটা ভয়াবহতা। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।” এক্স হ্যান্ডলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের সুস্থতা কামনা করি। সরকার ও বিভিন্ন সংস্থার তরফে ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্যের চেষ্টা করা হয়েছে। আমরা পাশে আছি।”




