কলকাতা: কেন্দ্রের ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রতিবাদে ফেটে পড়েছে বাংলা। মুর্শিদাবাদ সহ বেশ কিছু জেলায় অশান্ত পরিবেশকে সামাল দিতে তৎপর রাজ্যের প্রশাসন। এমতাবস্থায় বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মুয়াজ্জেনদের সমাবেশে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ ইস্যুতে পথপ্রদর্শক হিসেবে বার্তা দিলেন মমতা। পাশাপাশি শান্তি বজায় রাখার কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন ইমাম-মুয়াজ্জেনদের এলাকায় শান্তি বজায় রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, “এলাকায় শান্তি বজায় রাখুন। এখানে আন্দোলন করে কোনও লাভ নেই। দিল্লিতে আন্দোলন করুন।” দিল্লিতে আন্দোলনে তৃণমূল সাংসদরা পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। ওয়াকফ প্রসঙ্গে তিনি আরও বলেন, “বিজেপির কথায় দয়া করে অশান্তি করবেন না। কেউ অশান্তি করলে কন্ট্রোল করুন।”
দিল্লির সরকার বদল হলেই আইনও পালটাবে বলে দাবি করেন মমতা। এই আইন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলেও উল্লেখ করেন মমতা। এই মর্মে তিনি বলেন, “মুসলিম ভাইবোনদের বলব, এই আইন সংবিধানে যে সম্পত্তির অধিকারের কথা আছে, তা ভেঙেছে। সংবিধানে ১৮ ও ৩৫ অনুচ্ছেদে সম্পত্তির উপর রাজ্য সরকারের অধিকারের কথা বলা আছে। সেটা রাজ্য বিধানসভার এক্তিয়ারভুক্ত। সেই অধিকারও কেড়ে নেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে। এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী।”