চাকরি বাতিল কাণ্ডে পক্ষপাতিত্ব! ক্ষোভপ্রকাশ মমতারকলকাতা : বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওয়াকফ সমাবেশ থেকে চাকরি বাতিল ইস্যুতে আরও একবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুললেন পক্ষপাতিত্বের অভিযোগ।
গত কয়েকদিন ধরেই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রাজ্যের কয়েকটি জেলায় প্রতিবাদ চলছে। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওয়াকফ ইস্যুতে ডাকা সমাবেশে যোগ দেন মমতা। জানান, সংসদে ওয়াকফ বিলের প্রতিবাদে সুর চড়িয়েছিলেন তৃণমূল সাংসদরা। কিন্তু তাতেও লাভ হয়নি।
এরপরই মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় এসএসসির চাকরি বাতিলের প্রসঙ্গ। মুখ্যমন্ত্রী বলেন, “২৬ হাজার চাকরি বাতিল হল একতরফা। অনেক সময় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।” অর্থাৎ তাঁর কথায়, চাকরি বাতিলের নেপথ্যে রয়েছে আদালতের একপাক্ষিক দৃষ্টিভঙ্গি।