কলকাতা : প্রবল ব্যস্ততার ফাঁকেও কাগজ-কলম নিয়ে সময় কাটাতে ভালবাসেন তিনি। লেখেন কবিতা, গান। ইতিমধ্যেই ১৫০ ছাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রচিত গানের সংখ্যা। নানান উৎসবের আবহে বারবারই গান লিখেছেন তিনি। এবার বাংলা নববর্ষের আবহেও কলম ধরলেন মমতা।
বাংলার আবহমান ঐতিহ্য, বৈচিত্র্য এবং সংস্কৃতিকে মাথায় রেখে নিজের লেখা একটি গানের মাধ্যমে মঙ্গলবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা ৷ এ দিন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে নিজের লেখা এবং সুরাপোপিত একটি গান পোস্ট করেছেন তিনি ৷ গানটি গেয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীরাধা বন্দোপাধ্যায়। তিন মিনিট তেরো সেকেন্ডের এই গানটিতে ফুটে উঠেছে বাংলার মাটি ও সাংস্কৃতিক বৈচিত্র্য, বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও বাংলার লোক-সংস্কৃতি।
গানটির কথা, “আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে/ নতুন বছর এসো মিষ্টি করে/ আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে/ মিষ্টি করে এসো সবার ঘরে/ বৈশাখ মাসে এল নববর্ষ/ নিয়ে এসো, নিয়ে এসো নব হর্ষ/ কালবৈশাখীর ঝড়ে/ তপ্ত হলেও রোদে দগ্ধ হলেও/ নিয়ে এসো নিয়ে এসো নতুন ভোরে/ মিষ্টি বেলায় কিছু মিষ্টি করে…”
প্রসঙ্গত, সোমবার কালীঘাটের স্কাইওয়াকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ সেখান থেকেই সম্প্রীতি ও মেলবন্ধনের সুর বেঁধে দেন। “ভালোবাসার থেকে কোন বড় ধর্ম হতে পারে না ৷ কাউকে যদি আঘাত করা হয়, যদি কেউ অবহেলিত হয়, শোষিত হয়—তাহলে আমরা পাশে দাঁড়াই৷ সে যে ধর্মেরই হোক না-কেন। ধর্ম মানে ভক্তি, স্নেহ, মানবতা, শান্তি, সৌহার্দ্য, সংস্কৃতি। বাংলার মাটি শান্তির মাটি, শান্তি বজায় রাখুন। বাংলার মাটিকে ভালোবাসুন। প্ররোচনার সময় মাথা ঠান্ডা রাখাটাই আসল জয়”, জানান মুখ্যমন্ত্রী।