কলকাতা: রাজ্যে সরকারি ছূটি ঘোষণা করেছে মহাবীর জয়ন্তীতে।বৃহস্পতিবার মহাবীর জয়ন্তীর দিনে মেট্রো(Kolkata Metro)পরিষেবাতেও করা হল কাটছাঁট। এদিন সময়সূচি অপরিবর্তিত থাকবে কিন্তু কম সংখ্যক মেট্রো চলবে বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। দক্ষিণেশ্বর-কবি সুভাষ এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে চলবে কম সংখ্যক মেট্রো।
Read More: ‘বিল আটকে রাখার অধিকার নেই’, রাজ্যপালদের কড়া বার্তা সুপ্রিম কোর্টের
মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)জানিয়েছে, শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে চলবে কম সংখ্যক মেট্রো। এদিন ৯০টি মেট্রো চলবে। ২০ মিনিটের ব্যবধানে পাওয়া যাবে মেট্রো। তবে দিনের প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচি পরিবর্তন হচ্ছে না। বাকি তিন রুট গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে পরিষেবা অপরিবর্তিত থাকবে।

আবার, দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে প্রতিদিন ২৬২টি মেট্রো চলাচল করে। বৃহস্পতিবার এই রুটে ছুটবে ২৩৬টি মেট্রো। তবে প্রতিদিনের মতোই নোয়াপাড়া থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। মহানায়ক উত্তমকুমার থেকে ৬টা ৫৫ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো।
Link: https://x.com/ekhonkhobor18/status/1909930695079629219?s=19
উল্লেখ্য, দিনের শেষ মেট্রোর সময়সূচি বদলাবে না। মিলবে রাতের স্পেশাল মেট্রো। তবে কম সংখ্যক মেট্রো চলায় স্বাভাবিকভাবে ২টি মেট্রোর মাঝের সময়ের ব্যবধান বাড়বে। ফলে যারা মহাবীর জয়ন্তীর দিনে মেট্রো পরিষেবা নেবেন তাদের হাতে কিছুটা সময় নিয়েই বেরোতে হবে।