কলকাতা: ভুয়ো জন্ম শংসাপত্র জমা দিয়ে পাসপোর্ট এর আবেদন করে পুলিশের হাতে গ্রেফতার যুবক। শুক্রবার রাতে অভিযুক্ত এই যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।(Kolkata Police)জানা গিয়েছে, ওই ভুয়ো জন্ম শংসাপত্র বিজেপিশাসিত রাজ্য বিহারে তৈরি করেছিল অভিযুক্ত। এর নেপথ্যে কী চক্রান্ত! তা খতিয়ে দেখছে পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গনাইজেশনের আধিকারিকরা।
Read More: একাধিক বিদেশ সফর, কেন অগ্নিগর্ভ মণিপুরে গেলেন না মোদী! প্রশ্ন তৃণমূলের
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া আজাদ আলম নামের ওই যুবক গার্ডেনরিচ থানা এলাকার বাতিকলের বাসিন্দা। সম্প্রতি পাসপোর্টের আবেদন জানিয়ে প্রয়োজনীয় নথি হিসাবে একটি জন্ম শংসাপত্র জমা দেয়। সেই নথি থেকেই সন্দেহের সূত্রপাত। নথি যাচাই করার সময় সন্দেহ হয় এসসিও-র গোয়েন্দাদের। ওই নথি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফের যাচাই করার জন্য পাঠানো হয়। গোয়েন্দাদের দাবি, তারা জানতে পারেন যে, ওই শংসাপত্রটি জাল। এরপরই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তারপর অভিযুক্তকে জেরা করা শুরু হলে যুবক স্বীকার করে যে, বিহার থেকে এই শংসাপত্রটি জোগাড় করে সে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1908455299385549135?s=19
পুলিশের (Kolkata Police)ধারণা, বিহারের ওই ব্যক্তিটি জাল নথি তৈরির চক্রের সদস্য। এর আগেও বিহারে তৈরি জাল জন্ম শংসাপত্র এসেছিল এসসিও-র হাতে। বিহারের জাল নথি তৈরির যে চক্র তার নেপথ্যে কারা রয়েছে এবং এদের আসল উদ্দেশ্য কী! তা খতিয়ে দেখছে পুলিশ।