কলকাতা: বিরোধী শিবিরের লক্ষ্য এখন রামবনবমী। গেরুয়া শিবিরের রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রণনীতির ছকের আঁচ পাচ্ছে নানান মহল। এর মাঝেই রামনবমীতে কড়া নজরদারি চালাতে তৎপর কলকাতা পুলিশ।(Kolkata Police)এবার এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে শোভাযাত্রার উপরে আকাশপথে নজরদারি করতে চায় পুলিশ।
Read More: নববর্ষের আগেই কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন, দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
জানা যাচ্ছে, মূলত বিভিন্ন স্পর্শকাতর এলাকা এবং ধর্মীয় স্থানের উপরেই নজরদারি করা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানা গিয়েছে, আকাশপথে নজরদারির জন্য থানাগুলিকে ড্রোন জোগাড় করতে বলা হয়েছে।
পূর্বেই লালবাজার(Kolkata Police)জানিয়েছে, রাম নবমী উপলক্ষে শহরের বিভিন্ন ধর্মীয় স্থান কিংবা রাস্তায় জরুরি ভিত্তিতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি থানার পুলিশ আধিকারিকদের ওই শোভাযাত্রার ডিউটি করার সময় বডি ক্যামেরা ব্যবহার করার জন্য বলা হয়েছে।
Link:https://x.com/ekhonkhobor18/status/1907743701394198676?s=19
পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, রাম নবমীতে নতুন কোনও শোভাযাত্রার অনুমতি দেওয়া হচ্ছে না। গত বছর যারা যে পথে শোভাযাত্রা করেছে এবারও তাদের সেই পথেই শোভাযাত্রা করতে বলা হয়েছে। পাশাপাশি রামনবমীর শোভাযাত্রা নিয়ে আদালতের নির্দেশও উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়েছে।
আবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রাম নবমীর শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ। আইন অনুযায়ী, বিকট, কানফাটানো শব্দের সাউন্ডবক্স নিষিদ্ধ। কোনও আপত্তিকর বা উস্কানিমূলক গানও যাতে শোভাযাত্রায় না বাজানো হয়, সে ব্যাপারে থানাগুলিকে আগেভাগে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। কোনও শোভাযাত্রা তার নির্দিষ্ট পথ পরিবর্তন করলে আইন মেনে ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, মিছিলের উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সংশ্লিষ্ট থানাগুলি। পাশাপাশি, জেলা পুলিশ এবং কমিশনারেটের পদস্থ অফিসারদের শোভাযাত্রার সম্ভাব্য পথে ঘুরে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছে নবান্ন। রামনবমীতে নিরাপত্তা সুনিশ্চিত করতে বুধবার থেকে এক সপ্তাহের জন্য রাজ্য পুলিশের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।