কলকাতা: বোমাতঙ্ক ছড়াল যাদুঘরে! হুমকি মেলকে ঘিরে ফের বোমাতঙ্ক কলকাতা জাদুঘরে।(Kolkata Musium)মঙ্গলবার এই মেলটি আসে, তা দেখেই তৎক্ষণাৎ খবর দেওয়া হয় লালবাজারে। এরপরেই ঘটনাস্থলে হাজির হয় বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা। জাদুঘর ফাঁকা করে চলে তল্লাশি।
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জাদুঘরে(Kolkata Musium)পর্যটকরা উপস্থিত ছিলেন সেই সময়ই কর্তৃপক্ষের নজরে আসে একটি মেল। সেই মেলেই জানানো হয় যে জাদুঘরে রয়েছে বোমা। এই হুমকি মেল এর পরেই চাঞ্চল্য ছড়ায় কলকাতা জাদুঘরে। এরপরেই খবর দেওয়া হয় লালবাজারে। তড়িঘড়ি ব্যবস্থা নিতে তৎপর হয় কলকাতা পুলিশ। এরপরেই কলকাতা জাদুঘরে হাজির হন পুলিশের শীর্ষ আধিকারিকরা এবং সঙ্গে হাজির হন বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1907005737869676548?s=19
আরও জানা গিয়েছে, এই হুমকি মেল যখন চোখে পড়ে তখন কলকাতা জাদুঘরে বেশ কিছু পর্যটক উপস্থিত ছিলেন। এর মধ্যে বিদেশে কিছু পর্যটকও উপস্থিত ছিলেন। তবে বোমাতঙ্ক ছড়াতেই তড়িঘড়ি খালি করা হয় কলকাতা জাদুঘর শুরু করা হয় তল্লাশি। তবে এখনো পর্যন্ত বোমাতঙ্ক নিয়ে কোনও স্পষ্ট তথ্য মিলছে না।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যে আইডি থেকে মেল এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই হুমকি বার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। এই হুমকি মেল এর নেপথে কে বা কারা রয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয়! বড়সড় কোনও নাশকতার ছক কিনা তাও এখনও বোঝা যাচ্ছে না। তবে গোটা বিষয়টা স্পষ্ট হলে তবেই ফের পর্যটকদের জন্য খোলা হবে জাদুঘরের দ্বার।