লখনউ : উন্নয়নের ক্ষেত্রে উত্তর প্রদেশের যোগী সরকার (Yogi Government)যে কতটা অকর্মণ্য, তা হাতেনাতে প্রমাণ হল আরও একবার। ঘটনাটি গাজিপুরের। বহুদিন ধরেই মঙ্গাই নদীর উপরে কোনও পাকা সেতু নেই। যোগীরাজ্যের কায়মপুর ও সোনা-দুই গ্রামের বাসিন্দারা বহু অনুরোধ করলেও মেলেনি সুরাহা। অবশেষে গ্রামবাসীরা বড় সিদ্ধান্ত নিলেন। সরকারের অপেক্ষায় না থেকে চাঁদা তুলে পাকা ব্রিজ তৈরী শুরু করলেন নিজেরাই।
Read More:এক ‘সুন্দর’ বাদ পড়ায় অবাক আর এক ‘সুন্দর’! সোশ্যাল মিডিয়ায় ওয়াশিংটনের হয়ে ব্যাট ধরলেন গুগল সিইও
সেতু না থাকায় দিনের পর দিন বাঁশের সাঁকো দিয়ে চলাচল করা খুব সমস্যাজনক হয়ে দাঁড়াচ্ছিল সাধারণ মানুষের কাছে। বর্ষার মরসুমে অনেক সময় ভেঙে পড়ে সাঁকো। যার ফলে রীতিমতো প্রাণসংশয় হয়। শিশুদের ক্ষেত্রে বিষয়টি আরও বিপজ্জনক হয়ে দাঁড়ায়। দীর্ঘদিন ধরেই পাকা ব্রিজের আবেদন জানালেও সরকারের তরফে কোন ব্যবস্থা নেওয়া হয় নি। প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে অবশেষে গ্রামবাসীরা নিজেরাই ব্রিজ তৈরির কাজ শুরু করলেন। এই কাজের জন্য গ্রামে চাঁদা তোলা শুরু হয়ে গিয়েছে। সেই চাঁদা দিয়েই সেতু তৈরির কাজ আরম্ভ হল।

বিগত ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এই ব্রিজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব এই ব্রিজের ভিত স্থাপন করেন। সেই সময় এক অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সেতুর নির্মাণ কাজের তদারকির দায়িত্ব গ্রহণ করেন। তারপর সরকারের তরফে আর কোনও কাজের অগ্রগতি লক্ষ্য করা যায়নি। ইতিমধ্যেই এই নিয়ে গ্রামবাসীদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষ যে যোগী সরকারের ওপর আস্থা রাখতে পারছেন না, তা বলাই বাহুল্য।
Link:https://x.com/ekhonkhobor18/status/1905280816424640606?s=19