নদিয়া : এক সপ্তাহ যেতে না যেতেই ফের কুকথার ফুলঝুরি দিলীপ ঘোষের(Dilip Ghosh)মুখে! এবার নদিয়ার গাংনাপুরে গিয়ে তৃণমূল কংগ্রেসের মহিলা নেত্রী ও কর্মীদের ‘হিড়িম্বা’, ‘পুতনা’, ‘শূর্পণখা’ বলে অভিহিত করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি!ফুরফুরা শরিফে যাওয়ার প্রসঙ্গ টেনে নাম না-করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একই সুরে আক্রমণ করেছেন দিলীপ। যার পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সাফ জানিয়েছে, “বিজেপি নারীদের সম্মান দিতে জানেই না।”
Read More: প্রতিনিধি দলের সঙ্গে অক্সফোর্ডের উদ্দেশে রওনা দিলেন মমতা
গত শুক্রবার খড়গপুরে গিয়ে দলীয় কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ।(Dilip Ghosh)কয়েক জন মহিলা তাঁর গাড়ির পথ আটকে বসে পড়েন। এক মহিলার ‘চোদ্দগুষ্টি’ তুলে আক্রমণ করেন দিলীপ! গাংনাপুরে গিয়ে বুধবার তিনি বললেন, “আমি সে দিন ক’টা পুতনাকে তাড়া করেছিলাম! বলেছিলাম, গাড়ি চালিয়ে দেব বুকের উপর দিয়ে!”

সম্প্রতিই রমজান চলাকালীন সম্প্রতি ফুরফুরা শরিফে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই প্রসঙ্গ তুলে দিলীপের মন্তব্য, “উনি ফুরফুরা শরিফে ধর্না দিচ্ছেন, আবার দেখাচ্ছেন এখানে (দিঘা) জগন্নাথ মন্দির তৈরি করেছেন। …গরু মেরে জুতো দান হচ্ছে? এই যারা ভেকধারী— কেউ হিড়িম্বা, কেউ পুতনা— ভাববেন না মা হয়ে দুধ খাওয়াতে এসেছে। …এত দরদ ভাল নয়। মায়ের চেয়ে মাসির দরদ বেশি!”
Link: https://x.com/ekhonkhobor18/status/1905241872651665798?s=19
দিলীপের এহেন চূড়ান্ত নারীবিদ্বেষ নতুন কিছু নয়। এর আগেও বারবার তাঁর কুরুচিকর মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে রাজনৈতিক মহলে। রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, ‘‘দিলীপ ঘোষ ভুলে গিয়েছেন, তিনি ভারতীয় সংবিধানের মধ্যে থেকে রাজনীতি করছেন। সংবিধান নারীদের সর্বোচ্চ সম্মান ও স্বীকৃতির কথা বলছে। দিলীপবাবু প্রমাণ করেছেন, বিজেপি তা মানে না।’’