কলকাতা: শনি ও রবিবার দক্ষিণ কলকাতায় বিহার দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। দক্ষিণ কলকাতার একাধিক বিজেপি নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ দুবে। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই হিন্দু ভোটব্যাংক(Hindu Votebank)ধরতে এবার পদ্ম শিবিরের ‘বিহার দিবস’ পালন কলকাতায়।
Read More: লখনউয়ের বিরুদ্ধে রাহুলের খেলা নিয়ে সংশয় প্রকাশ দিল্লি অধিনায়ক অক্ষরের
দেখা গিয়েছে, হিন্দু ভোটব্যাংকেই(Hindu Votebank)আস্থা রাখছে বঙ্গ বিজেপি। গত লোকসভা নির্বাচনেও এই হিন্দু ভোটব্যাংকই ধরে রাখতে কিছুটা সক্ষম ছিল বিজেপি। উত্তর ও দক্ষিণ কলকাতাতে অবাঙালি ভোটব্যাংক ক্রমে বাড়ছে বলে অনুমান বিজেপি শিবিরে। সেই ভোটব্যাংককে এবার নিজেদের দিকে আনতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই এবার বিজেপির তরফ থেকে বিহার দিবস পালন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1904118341008298154?s=19
উল্লেখ্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে নেতৃত্বের ক্ষণিকের বৈঠকও হয়েছে বলে অন্দরের খবর। সেখানেও এই বিষয়ে চর্চা হয়েছে বলে খবর। আগামী দিনে এই ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে আনতে আরও পদক্ষেপ করা হবে। প্রচারেও জোর দেওয়া হবে। সেই কথা উঠে আসছে। তবে কলকাতাতে বিহার দিবস পালন আদতে শহরবাসী কী নজরে দেখবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।