কলকাতা: তৃণমূলের প্রতিনিধি দল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে অপরাজিতা বিল(Aparajita Bill)দ্রুত পাশ করানোর দাবি জানায়। সেই ঘটনার এক মাস পার হয়েছে। কিন্তু তাতেও এ নিয়ে এখনও জট কাটেনি। তাই এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে চা-চক্রে যোগ দিয়ে অপরাজিতা বিল দ্রুত পাশ করানোর জন্য তাঁকে অনুরোধ করলেন তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা।
Read More: টিকিট ব্ল্যাকের অপরাধে পুলিশের জালে ৩ অভিযুক্ত
সূত্রের খবর, বাংলার সাংসদরা রাষ্ট্রপতির আমন্ত্রণে চা-চক্রের অনুষ্ঠানে গিয়েছিলেন রাষ্ট্রপতিভবনে। সেই উপলক্ষকেই কাজে লাগিয়ে ফের একই দাবিতে সরব হন তৃণমূলের মহিলা সাংসদরা। জবাবে রাষ্ট্রপতি তাঁদের আশ্বস্ত করে জানান, তিনি দেখছেন কীভাবে কী করা যায়।

জানা গিয়েছে, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় শুভেচ্ছা বিনিময়ের মাঝেই কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন ও জুন মালিয়ারা একযোগে রাজ্যের অপরাজিতা বিল (Aparajita Bill)দ্রুত পাশের আবেদন করেন রাষ্ট্রপতিকে। উত্তরে রাষ্ট্রপতি জানিয়েছেন গোটা বিষয়টি তাঁর মনে আছে। লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এই অপরাজিতা বিল দ্রুত পাশ করতে চাইছেন। কারণ, মহিলাদের বিরুদ্ধে জঘন্যতম অপরাধ দমন করাই তাঁর লক্ষ্য। তার উত্তরে রাষ্ট্রপতি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1903428035543781601?s=19
উল্লেখ্য, শুক্রবার রাষ্ট্রপতি ভবনে চা-চক্রে বাংলার লোকসভা ও রাজ্যসভার সব সাংসদকে আমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলার পাশাপাশি আমন্ত্রিত ছিলেন দিল্লি, তেলেঙ্গানা, ওড়িশা, গোয়া, তামিলনাড়ু-সহ অন্যান্য রাজ্যের সাংসদেরাও।