কলকাতা: চলতি মাসেই গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তবে শীঘ্রই আবহাওয়ার পরিবর্তনের খবর দিচ্ছে হাওয়া অফিস। বুধবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হবে ঝড়-বৃষ্টি।(Thunderstorms )শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার কালবৈশাখীর সম্ভাবনা। উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে বলে খবর।
Read More: পেনশন সংক্রান্ত কেন্দ্রের ‘আজব’ তথ্যে চোখ কপালে বিরোধীদের! শুরু বিতর্কের ঝড়
বুধবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির(Thunderstorms )পূর্বাভাস। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই জেলাগুলিতে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে আর শুক্রবার উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৷ এমনকী, কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, উত্তর-পূর্ব অসমে রয়েছে সক্রিয় ঘূর্ণাবর্ত। জোড়া অক্ষরেখার একটি রয়েছে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত। অন্য অক্ষরেখাটি কর্ণাটক থেকে কেরল পর্যন্ত বিস্তৃত। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। এর প্রভাবে ১৯ শে মার্চ থেকে পশ্চিমের জেলায় শুরু হবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902314159020372060?s=19
কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।