ফ্লোরিডা: দীর্ঘ ৯ মাসের অপেক্ষার অবসান। ২০২৪ এর জুন মাসে সুনীতারা মহাকাশের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন। ৮ দিনের মহাকাশযাত্রা কিন্তু প্রায় ৯ মাসেও পৃথিবীতে ফেরা হয় না। অবশেষে ভারতীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে সুনীতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ছাড়ে স্পেসএক্সের ড্রাগন(Spacex Dragon)যান। ২৮৬ দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর।
Read More: ৬৯ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে লুকআউট নোটিস, ভুয়ো পাসপোর্ট নিয়ে কড়াকড়ি লালবাজারের
বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) তাঁদের নিয়ে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান(Spacex Dragon)আটলান্টিক মহাসাগরের ফ্লোরিডা উপকূলে অবতরণ করেছে। তাঁদের আনার জন্য পৌঁছে গিয়েছিল মার্কিন নৌসেনা বাহিনীর বোট। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনীতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলে জানিয়েছে নাসা। তাঁদের সঙ্গে একই মহাকাশযানে ফিরেছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজ়ান্ডার গর্বুনভ।
ফ্লোরিডার উপকূলে অবতরণের পর মডিউল-সহ সুনীতাদের জাহাজের কাছে নিয়ে আসে নৌবাহিনী। মহাকাশচারীদের হাইড্রোলিক পদ্ধতিতে তোলা হয় জাহাজে। সেখানে ড্রাগন ক্যাপসুলের দরজা খোলার পরে প্রথমে বেরিয়ে আসেন নিক হগ। তার প্রায় ৫ মিনিট পরে ভারতীয় সময় ভোর ৪টে ২২ নাগাদ হাসিমুখে বেরিয়ে আসেন সুনীতা উইলিয়ামস।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902298906236690926?s=19
অবতরণের পর তাঁদের গন্তব্য ছিল হিউস্টন জনসন স্পেস সেন্টার। তাঁদের রাখা হবে ক্রু-কোয়ার্টারে। সেখানেই বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা। তার পরে সুনীতা ও বুচের সঙ্গে দেখা করার সম্মতি মিলবে। অতএব, এখনই আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব কেউ দেখা করতে পারবেন না তাঁদের সঙ্গে।
সুনীতাদের অবতরণের পরে নাসার পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় ভারতীয় সময় ভোর ৫টা ৫ মিনিট নাগাদ। নাসার উপ সহযোগী প্রশাসক জোয়েল মনটালবানো ও কার্যক্রম সমন্বয় ব্যবস্থাপক বিল স্পিচ বলেন, ‘‘নাসার গর্বের সঙ্গীরা নিরাপদ ভাবে অবতরণ করেছেন। ৯ মাসে ৯০০ ঘণ্টারও বেশি সময় ধরে ১৫০টি বিষয়ের গবেষণা করা হয়েছে।’’




