কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই জোর কদমে চলছে রণকৌশল সাজানোর পরিকল্পনা। এর মধ্যেই ফের ধর্মকে অস্ত্র করে ভোট জয়ের পন্থা অনুসরণ করছে বিজেপি। দেখা গিয়েছে, বিজেপির ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ পোস্টার। এই ধর্মের রাজনীতির ছকের প্রত্যুত্তর দিয়েছে তৃণমূল। এবার এ নিয়েই বিধানসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee)
Read More: সাসপেনশেনের কারণে আইপিএলের প্রথম ম্যাচে নেই হার্দিক – মুম্বইকে নেতৃত্ব দেবেন সূর্য
বুধবার স্বাস্থ্য বাজেট পেশ করে ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ পোস্টারের জবাবে বিজেপিকে কবি সুকান্ত ভট্টাচার্যর ‘শান্তির ললিত বাণী’ শোনালেন মুখ্যমন্ত্রী।(Mamata Banerjee)তিনি বলেন, ”আমরা খুনের রাজনীতি বিশ্বাস করি না। আমরা শান্তির ললিত বাণীতে বিশ্বাস করি।”

এদিন স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনা করতে বক্তব্য পেশ করেন মমতা। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময়ে বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাতে ব্যস্ত ছিলেন বিজেপি বিধায়করা। তাঁদের উদ্দেশেই মমতা বলেন, ”যারা ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ বলে বেড়াচ্ছে, তারা একবারও খোঁজ নিতে যাও? বিহার থেকে বা অন্য রাজ্য থেকে এলে তাদের চিকিৎসা কী হচ্ছে? এখানে তো সরকারি হাসপাতালে বিনা পয়সায় সবার চিকিৎসা হয়। অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে বাংলাকে অসম্মান করতে যাবেন না।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1902342669814407372?s=19
তিনি আরও বলেন, ”মানবতা জাত দেখে না। মানুষ কিন্তু তৈরি হচ্ছে যোগ্য জবাব দেওয়ার জন্য। মনে রাখবেন, কোনও পলিটিক্যাল পার্টির ম্যানডেট আমরা চাই না। মানুষের ভালোবাসা আমাদের কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়।”
উল্লেখ্য, বিজেপির ‘হিন্দু হিন্দু ভাই ভাই’ স্লোগানকে ঘিরে চরমে উঠেছে বিতর্ক। এরপর সেই স্লোগানের বিরোধিতা করে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে দেখা যায় তৃণমূলের পোস্টারও। এবার বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির পরিপ্রেক্ষিতেই শান্তির বার্তা দিলেন মমতা।