কলকাতা: মৌলবাদীদের অত্যাচারে উত্তপ্ত পরিবেশ বাংলাদেশে। এর মধ্যেই বাংলাদেশের অন্দরের পরিস্থিতিতে চাপে পড়তে হয়েছে পশ্চিমবঙ্গকে। বাংলাদেশের মানুষ কোনোরকমে ওপার ছেড়ে এপারে প্রবেশের পথ খুঁজছে। এহেন পরিস্থিতিতে ভুয়ো পাসপোর্ট নিয়ে কড়াকড়ি বাড়াচ্ছে লালবাজার। এবার অভিযুক্ত ৬৯ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে লুকআউট নোটিস(Lookout Notice)জারি করেছে লালবাজার। এই মর্মে অভিবাসন দফতরকেও চিঠি দিয়েছে বলে জানা যাচ্ছে৷
Read More: বঙ্গ থেকে বিশ্ব, লন্ডনে মমতার বক্তৃতায় ফুটে উঠবে রাজনৈতিক লড়াই ও উন্নয়নের কথা
বাংলাদেশিদের দেশ ছেড়ে এদেশে আসার প্রবল চেষ্টার মাঝেই পর্দাফাঁস হয় ভুয়ো পাসপোর্ট চক্রের৷ জানা যায়, গত কয়েকবছর ধরেই রমরমিয়ে চলছিল এই ব্যবসা। প্রতি পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য নূন্যতম ২ লক্ষ টাকা নিত এই চক্রের মাথা। প্রথমে ২ জন, পরে এই কাণ্ডে গ্রেফতার হয় বেশ কয়েকজন।

সূত্রের খবর, ১২০ জন বাংলাদেশি নাগরিক এদের মাধ্যমে ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরি করেছিল। তাঁদের মধ্যে অধিকাংশই বর্তমানে বেপাত্তা। চার্জশিটে তাঁদের ‘ফেরার’ দেখিয়ে এবার পাকড়াও করতে তৎপর লালবাজার। ৬৯ জনের বিরুদ্ধে লুকআউট নোটিস(Lookout Notice)জারি করে অভিবাসন দফতরকে চিঠি দেওয়া হয়েছে বলে খবর।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902274145322188960?s=19