প্রতিবেদন : শনিবার থেকেই শুরু হতে চলেছে আইপিএলের অষ্টাদশ সংস্করণ।(IPL 2025)আর রবিবার তাদের প্রথম ম্যাচ নামতে চলেছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের প্রথম ম্যাচে খেলবেন না অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। মঙ্গলবার নিজেই সে কথা জানালেন হার্দিক।
Read More: শিলিগুড়িতে পানীয় জল প্রকল্পে বিরাট বরাদ্দ পুরনিগমের, নেওয়া হল আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ
গত আগের মরশুমের শেষ ম্যাচে ওভাররেটের নিষেধাজ্ঞার কারণে প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না হার্দিক।(IPL 2025)তাঁর জায়গায় অধিনায়কত্ব করবেন সূর্য। হার্দিক জানান, “আমি না থাকলে সূর্যই মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন। এই ফরম্যার্টে সে যোগ্য ও প্রথম পছন্দ। সূর্যই সেরা বিকল্প।” মুম্বই ইন্ডিয়ান্স শিবিরকে হার্দিকের নিষেধাজ্ঞার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রধান কোচ মাহেলা জয়বর্ধনে।
পাণ্ডিয়ার কথায়, “ভাগ্যবান যে সঙ্গে তিনজন অধিনায়ক খেলছেন। যা আমার আত্মবিশ্বাসকে একধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেবে। কোনও দরকার পড়লে এই তিনজনের কাছে যেতে পারব। তিনজনই ভারতকে নেতৃত্ব দিয়েছে। তাদের অভিজ্ঞতাও প্রচুর। তারা অবশ্যই আমার পাশে দাঁড়াবেন।” নিষেধাজ্ঞা নিয়ে হার্দিক বলেন, “এটা আমার হাতের বাইরে। গত বছর যা ঘটেছিল, তা খেলারই অঙ্গ। দু’মিনিট দেরিতে আমরা ওভার শেষ করেছিলাম। এর পরিণতি কী হতে পারে, সেটা তখনও পুরোপুরি বুঝিনি। কিন্তু নিয়ম তো নিয়মই। তা মেনে চলতেই হয়।” রবিবার মুম্বইয়ের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। তারাও পাঁচ বার আইপিএল খেতাব জিতেছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902340385457987904?s=19




