কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। দীর্ঘ ৯ মাস পরে পৃথিবীতে এসে পৌঁছলেন দুই নভোচর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। সারা বিশ্বজুড়ে এখন সুনীতা-বুচের জয়গান। উচ্ছ্বসিত ভারতবাসীও। ভারতীয় বংশোদ্ভূত সুনীতা উইলিয়ামসকে নিয়ে ভারতীয়দের গর্বের শেষ নেই। সুনীতার এই জয়গানে এবার উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।(Mamata Banerjee)বুধবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে সুনীতা-সহ নভোচরদের অভিনন্দন জানালেন মমতা।
Read More: দীর্ঘ ৯ মাস পর পৃথিবীতে পা দিলেন সুনীতা-বুচ, নিরাপদে প্রত্যাবর্তন – জানাল নাসা
এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)লিখেছেন, তাঁদের সাহস, মনোবল মানব জাতির গর্ব অনেকটা বাড়িয়ে দিয়েছে। বিশেষত দেশের মেয়ে সুনীতার কীর্তি অসামান্য। তাঁরা অবশেষে যে পৃথিবীতে সফলভাবে ফিরেছেন, তার জন্য শুভেচ্ছা। যারা নাসার নভোচরদের উদ্ধার করতে মহাশূন্যে পাড়ি দিয়েছিল, তাঁদের কৃতিত্বের কথাও ভোলেননি মমতা। আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সেই টিমকেও।
উল্লেখ্য, ১৯ মার্চের মধ্যেই সুনীতাদের পৃথিবীতে ফেরানো হবে বলে জানানো হয়। সেই কথা অনুসারেই, ১৮ মার্চ, মঙ্গলবার সকালে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে রওনা হয় এলন মাস্কের সংস্থার মহাকাশযান ফ্যালকন নাইন রকেট। যথাযথ সময় মেনেই ফ্লোরিডা উপকূলে প্যারাশুট নামে। ভারতীয় সময়ে তখন বুধবার ভোর ৩টে ২৭। এরপরেই কেনেডি স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁদের। মহাকাশ জয় করে ফিরে সুনীতাদের মুখে ফুটে ওঠে সাফল্যের হাসি।
Link: https://x.com/ekhonkhobor18/status/1902301766802387378?s=19




