কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বড় মাপের কারচুপির আশঙ্কা প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।(Abhishek Banerjee)তৃণমূলের সেকেণ্ড ইন কম্যান্ডের মুখে শোনা গেল মহারাষ্ট্র ও দিল্লির উদাহরণ। দলের নেতা কর্মীদের সতর্ক বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Read More: ঘোষিত আইএসএল প্লে অফের সূচি – কবে কাদের মুখোমুখি কারা, জেনে নিন
শনিবার তৃণমূলের সব স্তরের নেতাদের সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)ভার্চুয়ালি বৈঠকে বসেন। সেখানে এবার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন তিনি। পাশপাশি দলীয় কর্মী তথা নেতাদের সতর্ক করে জানিয়েছেন মহারাষ্ট্র-দিল্লির মতো বাংলাতে বিজেপি ঠান্ডা মাথায় বড় ছক করছে। তাই সতর্ক থাকার পরামর্শ দিলেন তিনি।
মহারাষ্ট্র এবং দিল্লি, দুই বিধানসভা নির্বাচনেই সম্প্রতি বড় জয় পেয়েছে বিজেপি এবং তাদের সঙ্গীরা৷ সেই উদাহরণ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘লোকসভার সাত মাস পরে দিল্লিতে বিধানসভা ভোট হয়েছে। ৪ লক্ষ ১২ হাজার নতুন ভোটার যোগ করেছে। মহারাষ্ট্রতে চার মাসের ব্যবধানে ৩৯ লক্ষ নয়া ভোটার যোগ করেছে। খুব ঠান্ডা মাথায় এই পরিকল্পনা করা হয়েছে। তাই সবাইকে বলছি অত্যন্ত সাবধানে, ঠান্ডা মাথায় সতর্ক হয়ে কাজ করবেন। ৭৮টি এমন বিধানসভা আছে মহারাষ্ট্রতে যেখানে ১৮ লক্ষ নতুন ভোটার যোগ হয়েছে। যার মধ্যে ৬৮টি বিধানসভায় বিজেপি জিতেছে। এটা কাকতালীয় হতে পারে না।’
Link: https://x.com/ekhonkhobor18/status/1900900393665917328?s=19
অভিষেক আরও বলেন, ‘অরবিন্দ কেজরীওয়াল ৪ হাজার ভোটে হেরেছেন। ওনার বিধানসভায় ৩৫ হাজার ভোটারের নাম বাদ গিয়েছিল। এটা ওরা (আম আদমি পার্টি) ভোটের পরে ধরতে পেরেছে। তার আগে কারচুপি করে ফেলেছে। আমরা কারচুপি ধরে ফেলেছি। এর আগে বাংলাকে টাকা দিয়েছে বলেছিল। কিন্তু যেই তথ্য প্রকাশ করতে বলেছি, সেটা পারেনি। বিজেপির প্ল্যান ২৫ লাখ ভোটারের নাম কেটে আরও ২৫ লাখ যোগ করার। বিজেপির পরিকল্পনা হচ্ছে ভোটার ২৫ লাখ বাদ দেবে। কমিশনে আমাদের দাবি কোন কোন নাম ভোটার তালিকা থেকে বাদ গেল আর কাদের নাম যোগ হল, সেই তালিকা বের করুন। সেটা করে না। আমরা কারচুপি ধরে ফেলেছি৷’