প্রতিবেদন : আইএসএলের আসন্ন প্লে অফ(ISL Playoff)পর্বের সূচি ঘোষণা করে দিল কর্তৃপক্ষ। সেরা ছয়ে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্ট, এফসি গোয়া, বেঙ্গালুরু এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি, জামশেদপুর এফসি এবং মুম্বই সিটি এফসি।
Read More: ‘মুখ বাঁচানোর চেষ্টা’, ভূতুড়ে ভোটার নিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠকের ডাক নির্বাচন কমিশনের
এবছর টানা দ্বিতীয়বার লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে সবার আগে প্লে অফ (ISL Playoff)নিশ্চিত করেছে মোহনবাগান। তারপর শেষ ছ’য়ে জায়গা চূড়ান্ত করে নেয় এফসি গোয়াও। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতে প্লে অফের টিকিট পাকা করে মুম্বইও। আইএসএলের প্রথম ছয়ের তালিকা দাঁড়ায় এরকম : মোহনবাগান (৫৬ পয়েন্ট), গোয়া (৪৮ পয়েন্ট), বেঙ্গালুরু এফসি (৩৮ পয়েন্ট), নর্থইস্ট ইউনাইটেড (৩৮ পয়েন্ট), জামশেদপুর এফসি (৩৮ পয়েন্ট), মুম্বই সিটি এফসি (৩৬ পয়েন্ট)।
নকআউটের একটি ম্যাচে মুখোমুখি হবে সেরা ছয়ের তৃতীয় ও ষষ্ঠ স্থানে থাকা দল। একইভাবে নকআউটে মুখোমুখি হবে চতুর্থ ও পঞ্চম দল। প্রথম নকআউট অর্থাৎ বেঙ্গালুরু বনাম মুম্বই ম্যাচের বিজয়ী দুই পর্বে সেমিফাইনাল খেলবে গোয়ার বিরুদ্ধে। আবার দ্বিতীয় নকআউটে মুখোমুখি নর্থইস্ট বনাম জামশেদপুর। সেই ম্যাচের বিজয়ী দল দুই লেগের সেমিফাইনালে নামবে মোহনবাগানের বিরুদ্ধে। প্রথম পর্বের সেমিফাইনাল ৩ এপ্রিল। দ্বিতীয় পর্বে ঘরের মাঠে মোহনবাগানের ম্যাচ ৭ এপ্রিল। আর ফাইনাল ১২ এপ্রিল। সব ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900877501066604907?s=19
একনজরে দেখে নিন প্লে অফের সূচি ও দিনক্ষণ :
নকআউট ১ : বেঙ্গালুরু বনাম মুম্বই, ২৯ মার্চ, বেঙ্গালুরু।
নকআউট ২ : নর্থইস্ট বনাম জামশেদপুর, মার্চ ৩০, শিলং।
সেমিফাইনাল :
২ এপ্রিল, গোয়া বনাম নকআউট ১ জয়ী, প্রথম লেগ।
৩ এপ্রিল, মোহনবাগান বনাম নকআউট ২ জয়ী, প্রথম লেগ।
৬ এপ্রিল, গোয়া বনাম নকআউট ১ জয়ী, দ্বিতীয় লেগ, গোয়া।
৭ এপ্রিল, মোহনবাগান বনাম নকআউট ২ জয়ী, দ্বিতীয় লেগ, কলকাতা।
ফাইনাল :
১২ এপ্রিল।