কলকাতা: শনিবার তৃণমূলের সব স্তরের নেতাদের সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee)ভার্চুয়ালি বৈঠকে বসেন। সেখানে এবার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন তিনি। অভিষেক জানিয়েছেন, দলের তরফে ইলেক্টোরাল রোল সুপারভাইজার নিয়োগ করা হবে। পাশাপাশি এদিন ভার্চুয়াল বৈঠকে ভূতুড়ে ভোটার খুঁজতে জেলাভিত্তিক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক। কমিটি গঠনের জন্য সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি।
Read More: বিজেপির কারচুপি প্রকাশ্যে! মহারাষ্ট্র-দিল্লির উদাহরণ টেনে দলকে সতর্কবার্তা অভিষেকের
অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)ভার্চুয়াল বৈঠকে জানিয়েছেন, জেলা স্তর, ব্লক স্তর, টাউন স্তর, পঞ্চায়েত স্তর, ওয়ার্ড স্তর, বুথ স্তর পর্যন্ত কমিটি তৈরি হবে। বাড়ি বাড়ি গিয়ে নথি পরীক্ষার কাজ চলবে। সন্দেহ হলেই নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীকে তার তথ্য দিতে হবে। পঞ্চায়েত স্তরে এই কমিটির নাম হবে PERS (পঞ্চায়েত ইলেক্টোরাল রোল সুপারভাইজার)। টাউন কমিটির নাম TERS (টাউন ইলেক্টোরাল রোল সুপারভাইজার)।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900902452553281857?s=19
এদিন অভিষেকের এই ভার্চুয়ালি বৈঠকে প্রায় ৪ হাজার তৃণমূল নেতা যোগ দেন বলে জানা গিয়েছে। সেই বৈঠকে অভিষেক নির্দেশ দেন, জেলাভিত্তিক কমিটি গড়তে হবে ৫ দিনের মধ্যে। আর ২১ থেকে ২৭ মার্চের মধ্যে ব্লক কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অভিষেক। ব্লক কমিটির সভাপতিকে স্ক্রুটিনির দায়িত্ব নিতে হবে না। ভূতুড়ে ভোটার খুঁজতে তৃণমূলের ব্লক স্তরে ‘ব্লক ইলেক্টোরাল রোল সুপার ভাইজার’ নামে পদও তৈরি করছে তৃণমূল।
এদিনের বৈঠকে অভিষেক বলেন, “আমাদের অবস্থান কমিশনে জানানো হয়েছে। আমরা ভূতুড়ে ভোটারের বিষয় ধরে ফেলেছি বলে গায়ে খুব জ্বালা।” বিজেপি ক্ষমতায় আসার পর কমিশনের ভূমিকা নিন্দাজনক বলেও তিনি মন্তব্য করেন। দিল্লিতে কারচুপি করে বিজেপি জিতেছে, এমন অভিযোগও শোনা যায় তাঁর মুখে। একইসঙ্গে তাঁর অভিযোগ, পরিযায়ী শ্রমিকদের ভোট দিতে না দেওয়ার চক্রান্ত করছে বিজেপি।