কলকাতা: সম্প্রতি গেরুয়া শিবিরে ভাঙন ধরিয়ে ঘাসফুলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। এবার তৃণমূলে যোগ দেওয়ার পরেই বড় দায়িত্ব পেলেন তাপসী। রাজ্যের নারী উন্নয়ন বোর্ডের(Womans Development Board)চেয়ারপারসনের পদ পেলেন তৃণমূলে নবাগত তাপসী মণ্ডল।
Read More: বিজেপিশাসিত দিল্লিতে শিকেয় নারীসুরক্ষা, ধর্ষণের শিকার ব্রিটিশ তরুণী
বিজেপির অন্দরের বিভাজন নীতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে পদ্ম শিবির ছাড়েন তাপসী মণ্ডল। এরপরেই এহেন দায়িত্ব পেলেন হলদিয়ার বিধায়ক। বুধবার বিকাশ ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্যের নারী উন্নয়ন বোর্ডের(Womens Development Board)চেয়ারপারসনের পদে পাচ্ছেন তিনি।
তাপসীকে সহায়তার জন্য বোর্ডে রয়েছেন আইএএস এবং WBCS আধিকারিকরা। তাপসীর এই পদপ্রাপ্তিকে অনেকেই শাসকদলে যোগ দেওয়ার পুরস্কার বলে মনে করছেন। আর হলদিয়ার বিধায়ক বলছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে দায়িত্ব দেওয়া হবে, সেটাই ভালোভাবে পালন করবেন।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900191851749269630?s=19
উল্লেখ্য, অরূপ বিশ্বাসদের হাত ধরে দলবদল করেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, ”দলের যে বিভাজন নীতি, তা সমর্থন করতে পারছি না। বিভেদ করে কিছু হয় না, সকলকে নিয়ে একসঙ্গে চলতে হয়। আমি হলদিয়ার উন্নয়ন চাই। আশা করি, এবার থেকে তা করতে পারব।”