নয়াদিল্লি : কিছুদিন আগেই ঘটেছে রাজনৈতিক পালাবদল। আম আদমি পার্টিকে সরিয়ে দিল্লির(Delhi )মসনদে বসেছে বিজেপি। আর তারপরই দেশের অন্যান্য ‘ডবল ইঞ্জিন’ রাজ্যগুলির মতো সেখানেও প্রকট হয়ে উঠল নারীসুরক্ষার দুর্বিষহ চিত্র। ধর্ষণের শিকার হলেন এক ব্রিটিশ তরুণী। হোলি উপলক্ষে মহারাষ্ট্র এবং গোয়ায় ছুটি কাটাতে ভারতে এসেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে পরিচিত এক বন্ধুকে তাঁর সঙ্গে দেখা করতে বলেন তিনি। কিন্তু বন্ধু সেখানে দেখা না করে তাঁকে দিল্লি যাওয়ার প্রস্তাব দেয়।
Read More: ডুপ্লিকেট এপিক কার্ড নিয়ে আগামী সপ্তাহেই সংসদে আলোচনার জোরালো দাবি তৃণমূলের
এরপর বিশ্বাস করে সেই বন্ধুর কথা অনুযায়ী দিল্লির(Delhi )একটি হোটেলে গিয়ে ওঠেন ব্রিটিশ সেই তরুণী। মঙ্গলবার রাতে এক সঙ্গীকে নিয়ে ওই হোটেলে যায় অভিযুক্ত। এরপরেই তাঁকে সেখানে ধর্ষণ করে দুজন মিলে। থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা জানতে পেরেছেন ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি একটি বেসরকারি সংস্থায় চাকরি করে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900189469653033150?s=19
পুলিশ সূত্রে খবর, ধৃতদের একজন ওই তরুণীর বন্ধু। সমাজমাধ্যমে আলাপ হওয়ার পর বন্ধুত্ব হয় তাঁদের। পাশাপাশি, অন্যজন ওই অভিযুক্তের পরিচিত। ঘটনার পর বুধবার সকালে দিল্লির বসন্তকুঞ্জ থানায় ওই তরুণী অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, অভিযোগকারিণী ব্রিটেনের নাগরিক হওয়ায় নিয়ম অনুসারে ব্রিটিশ হাই কমিশনকে বিষয়টি জানানো হয় পুলিশের তরফে।