কলকাতা : শুক্রবার দোল। রাত পোহালেই রঙের পার্বণে মেতে উঠবে সারা কলকাতা। বিশেষ দিনটিতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ।(Kolkata Police)শুক্রবার ও শনিবার শহরের কমপক্ষে ৬৬টি ঘাটে কড়া নজরদারি রাখছে কলকাতা পুলিশ। দোলের দিন মদ্যপান করে এলাকার পুকুর বা জলাশয়ে যাতে কেউ না নামেন, সেই জন্য স্থানীয় ক্লাবগুলিকে সতর্ক করেছে পুলিশ। প্রচুর পুলিশ এদিন রাস্তায় টহলরত অবস্থায় থাকবেন।
Read More: তৃণমূলে যোগ দিয়েই ‘পুরস্কার’, গুরুদায়িত্ব পাচ্ছেন তাপসী
পাশাপাশি, থানার পক্ষ থেকে শহরজুড়ে নানা এলাকায় এবং প্রত্যেকটি ঘাটে মাইকিং করা হচ্ছে। কোনও হিংসার ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুত সেখানে পৌঁছতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। গলিতেও টহল দেওয়ার নির্দেশ জারি হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900249147338633428?s=19
এছাড়া স্থানীয় থানাগুলিকে লালবাজারকে প্রতি মুহূর্তের আপডেট দিতে হবে। পুলিশের বাইক বাহিনীও প্রস্তুত রয়েছে। শহরে সম্প্রীতি বজায় রাখতে রাস্তায় নামানো হচ্ছে অতিরিক্ত পুলিশকর্মী।কলকাতা পুলিশের(Kolkata Police)ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যদের লালবাজার প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। কলকাতা জুড়েই সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স নীতি’ অবলম্বন করছে পুলিশ।