কলকাতা: ২০০৫ সালে দক্ষিণ শহরতলির বোড়াল থেকে রবীন্দ্র সদনের উলটোদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে নতুন গড়ে ওঠা এক পার্কের জন্য আনা হল এক অত্যাধুনিক ফোয়ারা।(Fountain Show)সিঙ্গাপুর-ব্যাংককের আদলে এই ফাউন্টেন সিটিজেন্স পার্কে বিরাট জায়গাজুড়ে বসানো হল। সঙ্গীতের তালে তালে আলোর খেলার মধ্যেই দেখা যেত সেই ফোয়ারার দুর্দান্ত শো। কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়। তবে এবার প্রায় ১০ বছর পর ফের মোহরকুঞ্জে চালু হতে চলেছে সঙ্গীতের তালে জলের ওঠানামার সেই বিখ্যাত মিউজিক্যাল ফাউন্টেন।
Read More: স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে জটিল অপারেশন – প্রাণ ফিরে পেল শিশু, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বাবা-মার
২০০৫ সালের ৯ই মে চালু হয় পার্কটি। ফোয়ারার এই মিউজিক্যাল শো(Fountain Show)দেখতে ভিড় লেগে যেত মোহরকুঞ্জে। তবে কোনও এক অজানা কারণে বেশ কয়েকমাস চলার পরই বন্ধ হয়ে যায় ফোয়ারা। পরে সারাই করা হলেও ফের বন্ধ হয়। আবার সেই বন্ধ হয়ে যাওয়া ফোয়ারা চালু করার পথে কলকাতা পুরসভা। শুধু মাত্র কিছু কারিগরি বিভ্রাটে বন্ধ হয়ে পড়ে ছিল ফাউন্টেনটি। আবারও বাজবে রবীন্দ্রসঙ্গীতের সুর। ফোয়ারা প্রস্তুতকারক সংস্থার সঙ্গেই কথা চালাচ্ছে পুরসভার উদ্যান বিভাগের কর্তারা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900100750728163736?s=19
যখন এই ফোয়ারা আনা হয় তখন প্রায় তার মূল্য ছিল ৯৯ লক্ষ টাকা। বর্তমান মূল্য ২ কোটি টাকারও বেশি হতে পারে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা। এই ফোয়ারা পুনরায় চালু প্রসঙ্গে ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, কিছু ‘নজেল’ বদল করতে হবে। পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণও জরুরি। কয়েক লক্ষ টাকা প্রাথমিকভাবে খরচ হতে পারে। এই কিছু পথ অবলম্বন করলেই ফের শহরের বুকে চালু হয়ে যাবে ফোয়ারার সেই অনবদ্য ‘মিউজিক্যাল শো’।