কলকাতা : মাথায় লেগেছিল গুরুতর চোট। দেখা দিয়েছিল প্রাণ সংশয়। দুশ্চিন্তায় ছিলেন বাবা-মা। এমতাবস্থায় ত্রাতা হয়ে দাঁড়াল রাজ্য সরকারের ‘স্বাস্থ্যসাথী’ কার্ড।(Swasthyasathi Card )সম্পূর্ণ বিনামূল্যে সফলভাবে সম্পন্ন হল জটিল অস্ত্রোপচার। প্রাণ ফিরে পেল হরিশচন্দ্রপুরের চার বছরের শিশু সুমাইয়া ইয়াসমিন।
Read More: ফেলে দেওয়া ফুল-পাতা থেকে ভেষজ আবির, বিক্রয়কেন্দ্র খুলল পুরসভা
গত ২৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে রাস্তায় খেলা করছিল ছোট্ট সুমাইয়া। সেই সময় একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার তাকে ধাক্কা মারে। তাতেই সংজ্ঞাহীন হয়ে পড়ে ওই শিশুটি। তড়িঘড়ি তাকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। এরপর সেখান থেকে শহরের বেসরকারি একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই হয় অস্ত্রোপচার। আগের মতোই স্বাভাবিক জীবন পায় সুমাইয়া।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900096572219940894?s=19
অস্ত্রোপচারের পর সুমাইয়ার বাবা সোলেমান আলি ও মা রহিমা খাতুন অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁরা বলেন, মুখ্যমন্ত্রীর এমন জনহিতকর প্রকল্পের(Swasthyasathi Card)জন্যই প্রাণ ফিরছে বহু মানুষের। এত ব্যয়সাপেক্ষ অস্ত্রোপচার সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এমন একটি কার্ড জনসাধারণের হাতে তুলে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন সুমাইয়ার বাবা-মা।