কলকাতা: সামনেই দোল উৎসব। আগামীকাল দোলের আগেই এবার ফেলে দেওয়া পুজোর ফুল-পাতা থেকে তৈরি ভেষজ আবির(Herbal Colours)বিক্রির অভিনব নজির গড়ল বাংলা। পূর্বেই পরিকল্পনা অনুসারে ফেলে দেওয়া পুজোর ফুল, পাতা থেকে ভেষজ আবির এবং ধূপকাঠি তৈরির কাজ শুরু হয়েছিল। এবার তারই বিক্রয়কেন্দ্র চালু করল এই পুরসভা। মঙ্গলবার উত্তর দমদম পুরসভার সদর দফতরে এই বিপণির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
Read More: ফলন বাড়াতে তৎপরতা, পতিত জমিগুলিকে চাষযোগ্য করার উদ্যোগ রাজ্যের
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় প্রকল্পের অধীনে জঞ্জাল থেকে জৈব সার তৈরির পরিকল্পনা করা হয়। সেই মতো বাড়ি বাড়ি ঘুরে পুজোর ফুল ও পাতাসংগ্রহ করা হচ্ছিল। সেই ফুল থেকে আবির(Herbal Colours)ও ধূপকাঠি তৈরি করার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই এই কাজ করছেন। বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ কেজি ফুল সংগ্রহ করা হচ্ছে।
পুরসভার কর্তা জানিয়েছেন, এর জেরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আয় বৃদ্ধির পাশাপাশি পুরসভারও আয় বাড়বে। সুডা (স্টেট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সি) থেকেও এ বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। আরও জানানো হয়েছে, উৎপাদিত সামগ্রীর গুণমান কেমন এবং তা আদৌব্যবহারযোগ্য কিনা, জানতে সেগুলি দু’টি পরীক্ষাগার থেকে পরীক্ষা করানো হয়েছে। দু’জায়গা থেকেই মিলেছে শংসাপত্র। তার পরেই সিদ্ধান্ত হয়, উৎপাদিত ভেষজ আবির ও ধূপকাঠি বিক্রি করা হবে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900088453964193865?s=19
জানা গিয়েছে, মোট ৪টি জায়গায় বিপণি খোলা হবে। পুর ভবন ছাড়াও বিশরপাড়া, পাঠানপুর মোড় এবং ২৩৭ নম্বর বাস স্ট্যান্ডে দোকান খোলা হচ্ছে। ওই দোকানগুলিতে আবির, ধূপকাঠির পাশাপাশি জৈব সারও থাকবে।