প্রতিবেদন: প্রবল ব্যস্ততার ফাঁকেও কাগজ-কলম নিয়ে সময় কাটাতে ভালবাসেন তিনি। লেখেন কবিতা, গান। ইতিমধ্যেই ১৫০ ছাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)রচিত গানের সংখ্যা। নানান উৎসবের আবহে বারবারই গান লিখেছেন তিনি। এবার বসন্তোৎসবের আবহেও কলম ধরলেন তিনি।
Read More: বৃহৎ শিল্পে লগ্নি টানার নিরিখে দেশের প্রথম তিনে বাংলা – সুখবর দিলেন মুখ্যমন্ত্রী
প্রকাশ পেয়েছে মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে এবং মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের গাওয়া নতুন গান। গানটির কথায় রয়েছে, “দোলের এই সমারোহে, ফাগুন দাও দল মাতিয়ে/রাঙিয়ে দাও রাঙিয়ে দাও রাঙিয়ে দাও রাঙিয়ে দাও/রঙের ফাগুনে সবুজ বাগানে রং লেগেছে বনে বনে।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1899863908602831045?s=19
ইতিমধ্যেই সমাজমাধ্যমে সেই গানের ভিডিও পোস্ট করে বাংলার মানুষকে দোল ও হোলির শুভেচ্ছা জানিয়েছেন মমতা।(Mamata Banerjee)”সকলকে আসন্ন আনন্দের দোলযাত্রা ও রঙিন হোলি উৎসবের আগাম শুভেচ্ছা। রঙের এই উৎসবের উদযাপন আনন্দ, ভালবাসায় আরও রঙিন হয়ে উঠুক”, লিখেছেন তিনি।