প্রতিবেদন : শিল্পক্ষেত্রে আরও একবার সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করল বাংলা। বৃহৎ শিল্পে লগ্নি(Investment in Large Industry)টানার নিরিখে ভারতের প্রথম তিনে স্থান পেয়েছে বঙ্গ। বুধবার নিজে সেই সুসংবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Read More: মমতার লন্ডন সফরে অনুমতি কেন্দ্রের – অক্সফোর্ডে ভাষণ থেকে শিল্পবৈঠক, রয়েছে একাধিক কর্মসূচি
নিজের এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা এখন বড় শিল্পক্ষেত্রে দেশের শীর্ষস্থানে। আমরা কয়েক বছর ধরে MSME সেক্টরে দেশের শীর্ষ পর্যায়ে রয়েছি; এখন আমরা বৃহৎ শিল্পের ক্ষেত্রের বড় সাফল্য অর্জন করেছি।”(Investment in Large Industry)

পাশাপাশি, তাঁর কথায়, “ভারত সরকার, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের উন্নয়ন বিভাগ (ডিপিআইআইটি) দ্বারা প্রকাশিত রিপোর্টে, দেশের মধ্যে পশ্চিমবঙ্গ অগ্রগণ্য রাজ্য। যেটি, বড় শিল্পে লগ্নি(Investment in Large Industry)আসার ক্ষেত্রে শীর্ষে থাকা রাজ্যগুলির মধ্যে রয়েছে। ডিপিআইআইটি অ্যানুয়াল রিপোর্ট ২০২৪-২৫-এ দেখা যাচ্ছে, বড় কর্পোরেট শিল্প বিনিয়োগের বাংলা ২০২৪ সালে প্রায় অন্যান্য রাজ্যকে ছাড়িয়ে গিয়েছে। দেশের মধ্যে প্রথম তিনে বাংলা। এটা এমএসএমই সাফল্যের থেকেও বড়।”
Link: https://x.com/ekhonkhobor18/status/1899790611563294959?s=19
মমতা এও মনে করিয়ে দিয়েছেন, চলতি ২০২৫ সালে সবচেয়ে চিত্তাকর্ষক বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আয়োজন করেছে বাংলা। ভবিষ্যতে এই সম্মেলন আরও নজির গড়বে বলেই আশাবাদী তিনি।