প্রতিবেদন : লন্ডন (London)পাড়ি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরে অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। আগামী ২১ মার্চ রওনা দেবেন মমতা। ৭ দিনের সফরে দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বুধবার দুপুরে এই সফরে অনুমতি দেওয়ার কথা নবান্নকে জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
Read More: নেপালে রাজতন্ত্র ফেরানোর আন্দোলনে যোগীর ছবি! – দিল্লির ইন্ধন ঘিরে ঘনাচ্ছে রহস্য
টানা ৭ দিনে লন্ডনে (London)একাধিক কর্মসূচি রয়েছে মমতার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে ছাত্রছাত্রী এবং গবেষকদের সামনে ভাষণ দেবেন তিনি। সংস্কৃতি, ইতিহাস, পর্যটন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে বাংলার উন্নয়ন ও কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পের কথা তুলে ধরবেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি, লন্ডনে(London )একটি শিল্পবৈঠকেও যোগ দেবেন মমতা। নবান্ন সূত্র অনুযায়ী, বাংলার শিল্পানূকূল পরিবেশ, শিল্প নিয়ে সরকারের নীতি বৈঠকে উত্থাপন করবেন মুখ্যমন্ত্রী। শিল্পপতি এবং বাণিজ্য প্রতিনিধিদের বাংলায় বিনিয়োগের বিষয়ে আগ্রহী করে তোলাই তাঁর মূল লক্ষ্য। বাংলার বাণিজ্য-বান্ধব নীতিগুলির উপর জোর দিতে পারেন মমতা। ২৯ মার্চ তিনি কলকাতায় ফিরবেন। এই ধরনের বিদেশ সফরের ক্ষেত্রে সাধারণত কেন্দ্রের অনুমতির প্রয়োজন হয়। বুধবার দিল্লি থেকে এল সেই সবুজ সংকেত।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899787867494494689?s=19
গত ফেব্রুয়ারি মাসে রাজ্যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনন্য সাফল্যের মুখ দেখেছে তা। এসেছে একাধিক বিনিয়োগ প্রস্তাব। এবার সেই সাফল্যের খতিয়ান লন্ডনের(London )শিল্পবৈঠকে তুলে ধরবেন মমতা। এর আগে বাংলায় শিল্প বিনিয়োগ আনতে ২০২৩ সালের স্পেন সফরে গিয়েছিলেন তিনি। শিল্পবৈঠক করেছিলেন দুবাইয়েও। কেবল বিনিয়োগ আনাই নয়, মমতার লন্ডন সফরে বিশেষ গুরুত্ব পেতে চলেছে বাংলার সঙ্গে ব্রিটেনের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পর্ক। এই সম্পর্ককে দৃঢ়তর করাই মুখ্যমন্ত্রীর অন্যতম উদ্দেশ্য। কলকাতা এবং লন্ডনের মধ্যে বাণিজ্য ও সংস্কৃতির ঘনিষ্ঠ সমীকরণ সর্বজনবিদিত। মুখ্যমন্ত্রীর আসন্ন সফরের মাধ্যমে তা এক নতুন মাত্রা পাবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।