প্রতিবেদন : আরও একবার ‘হিন্দু রাষ্ট্র’ হয়ে উঠুক নেপাল!(Nepal )ফেরানো হোক রাজতন্ত্রও! এমনই দাবি উঠল প্রতিবেশী দেশটিতে। আয়োজিত হল মিছিলও। আর প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহর সমর্থকদের এই মিছিলে দেখা গেল বিজেপির উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোস্টারও! যা ঘিরেই শুরু হয়েছে বিতর্কের ঝড়।
Read More: অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ‘স্মার্ট ক্লাস’ চালুর অভিনব পরিকল্পনা রাজ্যের
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেপালে (Nepal)রাজতন্ত্র ফেরানোর আন্দোলনে পূর্ণ সমর্থন রয়েছে যোগীর। তাছাড়া জ্ঞানেন্দ্র শাহর সঙ্গেও ভালো সম্পর্ক উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর। গত জানুয়ারিতে তিনি ভারত সফরে এলে যোগীর সঙ্গে সাক্ষাৎও করেন। তবে কি এই আন্দোলনের প্রতিবাদ ও বিক্ষোভের পিছনে নয়াদিল্লির কূটনৈতিক অবস্থান রয়েছে? এমনই আঁচ পাচ্ছেন অনেকে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899785954111717630?s=19
এর আগে নেপালে(Nepal )যতগুলি সরকার এসেছে, ক্রমশই চীনের প্রতি অনুগত হয়েছে তারা। এই পরিস্থিতিতে ভারতই পরোক্ষে এই ধরনের আন্দোলনে ইন্ধন দিচ্ছে কিনা, সেই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহলের একাংশ। জ্ঞানেন্দ্র অবশ্য দাবি করছেন, এর পিছনে রয়েছে বর্তমান প্রধানমন্ত্রী কেপি ওলির হাত। সোশাল মিডিয়ায় এক পোস্টে তিনি লিখেছেন, “যোগী আদিত্যনাথের ছবি ওই মিছিলে দেখানোর পিছনে রয়েছে বিষ্ণু রিমালের নির্দেশ। তিনি প্রধানমন্ত্রী কেপি ওলির মুখ্য উপদেষ্টা।” যদিও সেই দাবি নস্যাৎ করে দিয়েছেন রিমাল।