প্রতিবেদন : শিক্ষাক্ষেত্রে অভিনব উদ্যোগ নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার কোচবিহারের অঙ্গনওয়াড়ি(Anganwadi )কেন্দ্রগুলিতে চালু হবে স্মার্ট ক্লাস। সেখানে থাকবে টিভি, ডিস প্লে বোর্ড, খেলার সামগ্রী। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রতি কচিকাঁচাদের আকর্ষণ বাড়াতে নেওয়া হচ্ছে এহেন পদক্ষেপ।সসব অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলি এই বিল মেটাবে।
Read More: ‘তৃণমূল ঘেঁটে বিজেপিতে গিয়েছে’ – বিধানসভায় শুভেন্দুকে তীব্র কটাক্ষ মমতার
এপ্রসঙ্গে কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা বলেন, অঙ্গনওয়াড়ি(Anganwadi )কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে৷ মার্চ মাসের মধ্যে প্রথম ধাপের কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন হবে৷ এরপরে ধাপে ধাপে আরম্ভ হবে বাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিরও পরিকাঠামো উন্নয়নে কাজ।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899783755344359561?s=19
কোচবিহারে মোট ৪১৮৮টি অঙ্গনওয়াড়ি(Anganwadi )কেন্দ্র আছে৷ এরমধ্যে প্রথম ধাপে ৯৮টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে চিহ্নিত করে শুরু হবে স্মার্ট ক্লাস। জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির আর্থিক খরচ ব্যয় হবে৷ প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে প্রায় তিরিশ হাজার টাকা করে ব্যয় হবে৷ বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে থাকবে টিভি, আধুনিক ডিসপ্লে বোর্ড, ছোটদের নানারকম খেলার সামগ্রী। খাবারের তালিকা দিন অনুযায়ী লেখা থাকবে দেওয়ালে। টিভি বা খেলার সামগ্রী থাকলে শিশুরা বেশি উৎসাহী হয়ে উঠবে।
