কলকাতা : এবার বাংলায় কৃষিজমির পরিমাণ ও ফলন বাড়াতে পতিত জমিগুলিকে চাষযোগ্য করে তোলার উদ্যোগ নিল রাজ্য।(State Government)বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক দীনেন রায়ের এক প্রশ্নের উত্তরে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, রাজ্যে বর্তমানে চাষযোগ্য জমির পরিমাণ ৫৫.৮৮ লক্ষ হেক্টর। কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কৃষি উৎপাদন বাড়াতে আরও জমির প্রয়োজন। সেই কারণে পতিত জমিকে চাষযোগ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read More: ‘রাঙিয়ে দাও’ – নিজের লেখা নতুন গানে দোলের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
এপ্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ২০১১ সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন লোকসংখ্যা বাড়বে, কিন্তু জমির পরিমাণ বাড়বে না। তাই বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে ফলন বাড়ানোর চেষ্টা হচ্ছে। এখনও পর্যন্ত ৩৯ হাজার একর পতিত জমিকে চাষযোগ্য জমিতে পরিণত করা হয়েছে।
Link: https://x.com/ekhonkhobor18/status/1900081698391679421?s=19
পাশাপাশি কৃষিমন্ত্রীর কথায়, ২০৩০-এর মধ্যেই আলু বীজ উৎপাদনে রাজ্য স্বনির্ভর হয়ে উঠবে। বাইরে থেকে আর আলুবীজ আমদানি করতে হবে না। সফল ভাবেই ভাইরাস মুক্ত আলু বীজ উৎপাদন শুরু হয়েছে রাজ্যে।