কলকাতা: ‘মুসলিম বিধায়কদের চ্যাংদোলা’ শুভেন্দুর এই বিতর্কিত মন্তব্য নিয়ে উত্তপ্ত বিধানসভা। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময়ে ফের অভব্য আচরণ বিজেপি বিধায়কদের।(BJP MLA) স্লোগান তুলে হট্টগোলের সৃষ্টি বিধানসভায়। “রোজ অশান্তি, ভাঙচুর করতে দেব না।” এমন মন্তব্য করে হুঁশিয়ারি মমতার।
Read More: বছরে হাজারেরও বেশি দুর্নীতি! আরটিআই রিপোর্টে প্রকাশ্যে রেলের অব্যবস্থা
মঙ্গলবার মুসলিম বিধায়কদের নজিরবিহীনভাবে আক্রমণ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় সেই বিষয়টিই তুলে ধরেন মন্ত্রী গোলাম রব্বানি। এরপরই অশান্তি শুরু করেন বিজেপি বিধায়করা।(BJP MLA) এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “আমি গতকালের বিবৃতি শুনেছি। চেয়ারটা সকলের। যদি কারও কিছু বলার থাকে বলতে পারে। আমি বসে শুনব। আমার কথা ওরা শুনবে না, শ্লোগান তুলবেন, চিৎকার করবেন, এটা গণতন্ত্র নয়। আমি গণতন্ত্রকে সন্মান করি। বিরোধীদের কাছে আবেদন আমাকে আমার কথা বলতে দিন।”

মমতার এই বক্তব্যের পরেও অভব্য আচরণ থামেনি বিজেপির। স্লোগান তুলে হুল্লোড় শুরু করেন। এরপর ফের কাগজ ছিঁড়ে ওয়াক আউট করেন তাঁরা। এরপরই বিধানসভা চত্বরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভে শামিল হন বিজেপি বিধায়করা।(BJP MLA) এরপরই বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন শংকর ঘোষ সহ পদ্ম বিধায়করা।
Link: https://x.com/ekhonkhobor18/status/1899720005060894965?s=19
তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে শুরু করেন। এদিকে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা।(BJP MLA)তাঁর মাঝেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরও থামেননি বিজেপি বিধায়করা। স্লোগান তোলার পাশাপাশি এদিন ফের মুখ্যমন্ত্রী ও বিমান বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তাঁরা।