কলকাতা : এসেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ। তা রক্ষা করতেই লন্ডনে পাড়ি দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ মার্চ দুবাই হয়ে লন্ডনে যাবেন তিনি। এবারের বিদেশ সফরেও শিল্প নিয়ে বৈঠক হতে পারে বলে ইঙ্গিত সূত্রের।
গত ২০২৩ সালে বিদেশের মাটি থেকে লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছিলেন মমতা। সেবার ব্যাপক লগ্নিও আসে। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে লন্ডন সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। ২৯ মার্চ কলকাতায় ফিরে আসার কথা রয়েছে তাঁর।
এই আমন্ত্রণের কথা ২০২৪ সালেই জানিয়েছিলেন তিনি। বিশ্বের অন্যতম যশস্বী শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী। বাংলায় তাঁর চালু করা নানান সামাজিক ও জনমুখী প্রকল্প নিয়ে বিস্তারিত বক্তব্য রাখতে পারেন। পাশাপাশি শিল্প নিয়েও হতে পারে আলোচনা। শিল্পমহলের আশা, মমতার হাত ধরেই ফের রাজ্যের বুকে আসতে পারে বিদেশি বিনিয়োগ।