নয়াদিল্লি: এবার জিও তে যোগ হল হটস্টার। ‘জিওহটস্টার’ নামে এই নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপাতত বিনামূল্যেই দেখা যাবে জিওস্টার। শুক্রবারই পরিবর্তিত লোগো নিয়ে জিওস্টার চমকে দিল গ্রাহকদের। বাদ পড়ল ডিসনি। এবার নীল লোগো হল গোলাপি রঙের।
সংস্থার তরফে জানানো হয়েছে, জিও সিনেমা হটস্টারের সঙ্গে জুড়ে যাওয়ায় প্ল্যাটফর্মটিতে সিনেমা, ওয়েব সিরিজ, আন্তর্জাতিক স্টুডিওগুলির কনটেন্ট এবং লাইভ স্পোর্টস সম্প্রচার হবে। গ্রাহকরা কোনও সাবস্ক্রিপশন ছাড়াই এই প্ল্যাটফর্মের শো, সিনেমা ও লাইভ স্পোর্টস উপভোগ করতে পারবেন। তবে কিছু কনটেন্ট নির্দিষ্টভাবে সাবস্ক্রিপশন ছাড়া দেখা যাবে না। আলাদা করে টাকা দিয়ে সাবস্ক্রিপশন দিলে দেখা যাবে উন্নতমানের অভিজ্ঞতা ও বিজ্ঞাপনমুক্ত স্ট্রিমিং।
হটস্টারে সাবস্ক্রিপশন আগে থেকেই থাকলে তারা জিওস্টারে সরাসরি স্থানান্তরিত হবে। প্রথম লগ ইনেই এই নতুন ওটিটি প্ল্যাটফর্মে সেট আপ করতে পারবেন। জানা গিয়েছে, ১৪৯ টাকা থেকে শুরু হবে নতুন ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন প্ল্যান।
তবে এই সংযুক্তিকরণের পর ক্রীড়া সমর্থকরা দ্বিধায়। বিশেষ করে আইএসএল ও আইপিএল কোথায় দেখানো হবে সেই নিয়ে প্রশ্ন শুরু হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জিও সিনেমাতে যেই খেলাগুলো সম্প্রচার করা হতো সেগুলো দেখানো হবে জিও হটস্টারে। অর্থাৎ, আইএসএল, আইপিএল এ বার থেকে জিও হটস্টার অ্যাপে দেখানো হবে। আইএসএল ও আইপিএল জিও সিনেমা অ্যাপে বিনামূল্যে দেখা যেত এতদিন। স্মার্ট টিভি, অ্যাপ, ওয়েবসাইট সবেতেই দেখা যেত বিনামূল্যে। এবার আর সেটা হবে না। অর্থাৎ, ফ্রি-তে খেলা দেখার দিন শেষ।
জানানো হয়েছে, ডিজ়নি হটস্টার, জিও সিনেমা অ্যাপে যাদের সাবস্ক্রিবশন নেওয়া ছিল তাদের সাবস্ক্রিপশনের মেয়াদ যতদিন রয়েছে ততদিন তাঁরা সেটাই পাবেন জিও হটস্টারে। যাদের সাবস্ক্রিপশন নেই তাঁদের ক্ষেত্রে সংস্থা হাইব্রিড মডেল ব্যবহার করবে। অর্থাৎ, কিছুক্ষণ সময় বিনামূল্যে দেখানো হবে ম্যাচ, এর পর সাবস্ক্রিপশন কিনতে হবে।