বিরোধীদের প্রবল চাপের মুখে পড়ে শেষমেশ নতিস্বীকার করতে বাধ্য হল মোদী সরকার। আয়কর বিলকে সিলেক্ট কমিটিতে পাঠাল কেন্দ্র। এই বিল সংক্রান্ত পরিবর্তন যে আদতে যান্ত্রিক এবং সারবত্তাহীন, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তৃণমূল। এই পরিবর্তনকে মেকানিক্যাল বলে কটাক্ষ করলেন প্রবীণ তৃণমূূল সাংসদ সৌগত রায়। আয়কর বিল-২০২৫ অত্যন্ত জটিল, এই বিলে দেশের আমজনতার কোনও লাভই হবে না, এই অভিযোগ এনে বৃহস্পতিবার দলের তরফে এই বিলটির তীব্র বিরোধিতা করলেন সৌগত৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেই বিলটির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হল বিরোধী শিবিরের অন্যান্য দলও৷ এরই জেরে ফের পিছু হটে বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠাল কেন্দ্র।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিনে মোদী সরকারের তরফে ‘আয়কর বিল-২০২৫’ পেশ করা হয় লোকসভায়৷ সঙ্গে সঙ্গেই প্রতিবাদে সরব হয় তৃণমূল কংগ্রেস৷ তাঁদের দেখানো পথেই বিলটির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান বিরোধী শিবিরের সাংসদরা৷ কেন এই বিলটির বিরোধিতা করছেন তাঁরা তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে গিয়ে লোকসভায় দাঁড়িয়ে বর্ষীয়ান তৃণমূল সাংসদ অধ্যাপক সৌগত রায় বলেন, এই বিলটি আগের বিলের তুলনায় অনেক বেশি জটিল৷ এই বিলটির মাধ্যমে দেশের আম জনতার আয়কর-সমস্যার কোনও সুরাহা হবে না। তাঁকে সমর্থন করেন বিরোধী সাংসদরা৷ এই পরিস্থিতিতে বিরোধীদের সম্মিলিত চাপের মুখে পড়ে নিজেদের পূর্ব অবস্থান থেকে সম্পূর্ণ বিপরীতে সরে আসে কেন্দ্র। জানানো হয়, সিলেক্ট কমিটিতে পাঠানো হচ্ছে বিলটিকে।